COVID-19

Covid-19: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ ৮০০-র কাছেই, মৃত্যু এক লাফে ৬ থেকে ১৩

স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ২১ হাজার ২৬১ জন। মোট ১৮ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ২০:১১
Share:

রাজ্যের করোনা পরিসংখ্যান গ্রাফিক: সন্দীপন রুইদাস।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও তা ৮০০-র কাছেই থাকল। ২২ জুলাই, শুক্রবার, রাজ্যের স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। অন্য দিকে উদ্বেগ বাড়িয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা ছিল ৬। শুক্রবার তা এক লাফে বেড়ে হয়েছে ১৩।

Advertisement

স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ২১ হাজার ২৬১ জন। অন্য দিকে এখনও পর্যন্ত মোট ১৮ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে কোভিডে। আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এক দিনে সেখানে ৯২ জন আক্রান্ত হয়েছেন। খুব বেশি পিছিয়ে নেই দার্জিলিংও। সেখানে আক্রান্তের সংখ্যা ৮১। করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা বেড়েছে। তাই সংক্রমণও বেড়েছে বলেই ধারণা চিকিৎসক মহলের। সেই কারণেই দার্জিলিংয়ে যেতে গেলে করোনা নেগেটিভ রিপোর্ট বা দুটি টিকাকরণের সংশাপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৭। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন। অন্যান্য জেলাগুলির মধ্যে নদিয়ায় ৫২, পূর্ব মেদিনীপুরে ৫১, হাওড়ায় ৪৯, জলপাইগুড়িতে ৪২, কোচবিহারে ৪১ ও পশ্চিম মেদিনীপুরে ৪০ জন আক্রান্ত হয়েছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় কলকাতায় চার জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন তিন জন। এ ছাড়া হুগলিতে দুই এবং জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এক জন করে মারা গিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৬ জন। এখনও পর্যন্ত মোট ১৪ লক্ষ ৯১ হাজার ১৬ জন সুস্থ হয়েছেন রাজ্যে। রাজ্যে মোট সংক্রমণের হার ৯.৯৩ শতাংশ। যদিও দৈনিক সংক্রমণের হার কিছুটা বেড়ে হয়েছে ১.৯৮ শতাংশ।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮০৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৫৩ লক্ষ ২৭ হাজার ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্য দিকে গত ২৪ ঘণ্টায় বাংলায় ৯২ হাজার ১২৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২ কোটি ৬৭ লক্ষ ৭৮ হাজার ৬৬৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement