Coronavirus in West Bengal

সামান্য বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় মৃত ২

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৫৯৫।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৫
Share:

গ্রাফিক: নিরুপম পাল।

করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়ল। তবে গত দু’দিন ধরে সংখ্যাটা ২০০-র নীচে যেমন ছিল, রবিবারও একই প্রবণতা বজায় রইল। রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৫৯৫।

সংক্রমণের হারও সামান্য বেড়েছে। প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ০.৮৬ শতাংশ। এ নিয়ে মোট ৮৩ লক্ষ ৩৬৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

অনেকটাই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৮৬। সক্রিয় রোগীর সংখ্যা যেমন কমেছে, পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৬২ জন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৫৮ হাজার ২৭৭ জন।

Advertisement

দৈনিক সুস্থের সংখ্যা যেমন বেড়েছে, তেমন বেড়ছে সুস্থতার হারও। রবিবার এই হার দাঁড়িয়েছে ৯৭.৫০ শতাংশে। তবে মৃত্যুর সংখ্যাটা কয়েক দিন সামান্য বাড়লেও ফের তা নেমেছে। শনিবার ছাড়া গত কয়েক দিনে দৈনিক মৃত্যুর সংখ্যাটা ৪ থেকে ৬-এর মধ্যে ঘোরাফেরা করছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে মাত্র ২ জনের। তবে শনিবার এই সংখ্যাটা ছিল ১।

দৈনিক সংক্রমণের নিরিখে রবিবার কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৬৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক জনের। সেখানে কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৬। মৃত্যু হয়েছে এক জনের। সারা রাজ্যের মধ্যে এই দুই জেলাতেই এ দিন করোনায় মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement