COVID 19

Covid 19: পর পর পাঁচ দিন বেড়ে রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৭০০ ছুঁল, কলকাতায় এক দিনে আক্রান্ত ১২৯

উত্তর ২৪ পরগনায় শেষ ২৪ ঘণ্টায় ১১৫ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তার পরেই রয়েছে হুগলি (৫০), দক্ষিণ ২৪ পরগনা (৪৪) ও হাওড়া (৪২)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৯
Share:

রাজ্যের করোনা চিত্র

রাজ্যে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭০০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৬৮৬। সংক্রমণ অনেকটা বেড়েছে কলকাতাতেও। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ১২৯ জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে পর পর চার দিন ১০০-র উপর রইল কলকাতার দৈনিক করোনা সংক্রমণ।

Advertisement

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৫ লক্ষ ৫১ হাজার ৩৬৪-তে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ২৪ হাজার ১৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনার পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ১৩১ জনের। সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৫৫ শতাংশ। তবে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। শেষ পাঁচ দিন ১০-এর উপরে ছিল মত্যুর সংখ্যা, তা কমে হয়েছে ৮।

Advertisement

জেলা ভিত্তিক পরিসংখ্যান দেখলে দেখা যাচ্ছে, নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় এই দুই জেলাতেই সংক্রমণ সবচেয়ে বেশি ছিল। শেষ ২৪ ঘণ্টার হিসাবেও সংক্রমণের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে এই দু’টি জেলা। এর মধ্যে কলকাতায় নতুন করে ১২৯ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনায় ১১৫ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তার পরেই রয়েছে হুগলি (৫০), দক্ষিণ ২৪ পরগনা (৪৪) ও হাওড়া (৪২)।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৫ লক্ষের বেশি। এই সময়ে টিকাপ্রাপ্তের সংখ্যা ৫ লক্ষ ৪২ হাজার ৩২৯। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকা পেয়েছেন ৪ কোটি ২৭ লক্ষ ৮৮ হাজার ৫৮৯ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement