WTC 2023-25

টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে পাঁচ দল, জায়গা পাকা করতে রোহিতদের সামনে কী অঙ্ক

এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনও দল নিজের জায়গা পাকা করতে পারেনি। পাঁচটি দলের মধ্যে যে কোনও দু’টি দল ফাইনাল খেলবে। দৌড়ে সকলের আগে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১২:১৩
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

পার্‌থে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় আবার শীর্ষে উঠেছে ভারত। তারা সকলের আগে থাকলেও এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনও দল নিজেদের জায়গা পাকা করতে পারেনি। দৌড়়ে রয়েছে পাঁচটি দল। তাদের মধ্যে যে কোনও দু’টি দল ফাইনাল খেলবে।

Advertisement

এখন এক নম্বরে রয়েছে ভারত। ১৫টি টেস্টের মধ্যে ন’টি টেস্ট জিতেছে ভারত। পাঁচটি হেরেছে তারা। একটি ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ১১০। তাদের পয়েন্টের শতাংশ ৬১.১১। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে। আগের দু’বারই ফাইনাল খেলেছে ভারত। এ বারও সেই সুযোগ রয়েছে তাদের।

দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩টি টেস্টের মধ্যে আটটি জিতেছে ও চারটি হেরেছে। তাদেরও একটি টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। অস্ট্রেলিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আরও তিনটি দল। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। চার নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। ভারতকে হারিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে হয়েছে ৫৪.৫৫। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫৪.১৭।

Advertisement

অর্থাৎ, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পয়েন্টের শতাংশের তফাত মাত্র ৭ শতাংশ। ভারত এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় খেলছে। এটিই ভারতের শেষ সিরিজ়। অস্ট্রেলিয়া এর পর আগামী বছর জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের দেশে দু’টি টেস্টের সিরিজ় খেলতে যাবে। বুধবার থেকে দক্ষিণ আফ্রিকায় তাদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলতে নেমেছে শ্রীলঙ্কা। অর্থাৎ, অস্ট্রেলিয়ার মতো শ্রীলঙ্কারও দু’টি সিরিজ় বাকি।

দক্ষিণ আফ্রিকা আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার পর ডিসেম্বর মাসে নিজেদের দেশেই পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলতে নামবে। অর্থাৎ, তাদেরও দু’টি সিরিজ় বাকি। দু’টিই দেশের মাটিতে। বৃহস্পতিবার থেকে নিজেদের দেশে ইংল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজ় খেলতে নেমেছে নিউ জ়িল্যান্ড। এটিই তাদের শেষ সিরিজ়।

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার দু’টি করে সিরিজ় থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলছে ভারত। অর্থাৎ, টেস্টের নিরিখে কোনও সমস্যা হবে না। ভারত পার্‌থে জিতে ১-০ এগিয়ে রয়েছে। যদি বাকি চারটি টেস্টের মধ্যে তারা তিনটি টেস্ট জিততে পারে ও একটি ড্র হয় তা হলে আর কারও দিকে তাকাতে হবে না তাদের। ৪-০ জিতলে সরাসরি ফাইনালে নিজেদের জায়গা পাকা করবেন রোহিত শর্মারা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে একটি টেস্ট হারলেই পরিস্থিতি জটিল হবে। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে ০-৩ চুনকাম হয়ে নিজেরাই নিজেদের অঙ্ক কঠিন করে ফেলেছে ভারত। তাই এখন রোহিতদের সামনে কঠিন লড়াই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement