এক দিনে ৪০ জন সক্রিয় রোগী কমল রাজ্যে। গত ২৪ ঘণ্টায় নতুন ৩১০ জন আক্রান্তকে ধরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫,৬৭১-এ। সংক্রমিতের তুলনায় সুস্থতার সংখ্যাটাও বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩৪১ জন।
শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬৯ হাজার ৭৬৯ জন। সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৫৩ হাজার ৯৩৪ জন। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৬৪।
দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৭ জন। শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লক্ষ ৭০ হাজার ৮০৮টি। রাজ্যে কাজ করছে মোট ১০৩টি পরীক্ষাগার। চলতি সপ্তাহেই পরীক্ষাগারের তালিকায় আরও নতুন একটি কেন্দ্র যুক্ত হয়েছে।
রাজ্যে শুধুমাত্র করোনা চিকিৎসার সরকারি হাসপাতাল রয়েছে ৪৪টি। বেসরকারি হাসপাতাল ২৫টি। মোট ৮ হাজার ৭২৭টি শয্যা রয়েছে করোনা চিকিৎসার জন্য। রাজ্যে গৃহে নিভৃতবাসে রয়েছেন ৬২ হাজার ৭৫২ জন মানুষ। করোনা মোকাবিলায় রাজ্যে সক্রিয় রয়েছে ২০০টি নিরাপদ আবাস, সেখানে রয়েছে ১১ হাজার ৫০৭টি শয্যা।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৭৮৩। অন্য দিকে এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৭০৬। কলকাতায় সক্রিয় রোগীর ১ হাজার ২২০, উত্তর ২৪ পরগনার সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৩৯৯। এখন পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৩ জনের। উত্তর ২৪ পরগনায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪৬৯ জনের। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এই দুই জেলাই রাজ্যে সবার উপরে রয়েছে।