ভাইরাল ভিডিয়োর অংশ।
করোনা আবহে সদ্য খুলেছে স্কুল। তবে শুধু মাত্র উঁচু তলার ছাত্র ছাত্রীরাই আপাতত স্কুলে আসছে। এরই মধ্যে ক্লাস ঘরে জনপ্রিয় হিন্দি গানের সুরে ছাত্রীদের নাচের ভিডিয়ো ভাইরাল। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সবার হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। তাতে ছবি তোলার পাশাপাশি ভিডিয়ো বানানোও অনেক সহজ। নেটমাধ্যমের এমন রমরমার যুগে কোনও কিছুই ভাইরাল হতে খুব বেশি সময় নেয় না৷
কোচবিহারের তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে, স্কুলের পোশাক পরে হিন্দি গানের সুরে ক্লাসরুমের মধ্যেই নাচছে কয়েকজন ছাত্রী৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন স্কুল কর্তৃপক্ষ৷
প্রধান শিক্ষক রামকৃষ্ণ প্রামাণিক বলেন, ‘‘যারা স্কুলের ভেতরে এ ধরনের ভিডিয়ো তৈরি করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তারা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। ক্লাস শেষে কুড়ি মিনিট টিফিন টাইম দেওয়া হয়, সেই সময় ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘স্কুলে মোবাইল নিয়ে আসা বারণ। তার পরেও আমাদের চোখকে ফাঁকি দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলের ভিতরে মোবাইল নিয়ে আসছে। এটা ঠিক নয়।’’