প্রতীকি ছবি।
ছেলের হাতে মা খুন! ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার মহকুমার চালসাতে। অভিযুক্ত, সম্পর্কে তৃণমূলের শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়ার ভাই। মৃত বৃদ্ধার নাম ধানকি টিগ্গা লাকড়া। ছেলে কিরণ লাকড়াকে গ্রেফতার করেছে মেটেলি থানার পুলিশ। কিরণ মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া।
তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ বলেন, ‘‘আমার ভাই মাকে খুন করেছে। কাঠের ভারী লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মাকে খুন করা হয়েছে। আমার ভাই মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছে।’’
মেটেলি থানার পুলিশ সুত্রে জানা গেছে, তাঁরা যখন অকুস্থলে পৌঁছন, বাড়ির মেঝেতে রক্তাক্ত অবস্থায় ধানকি টিগ্গা লাকড়া পড়েছিলেন। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ বলেন, ‘‘রাজেশ লাকড়ার মাকে তাঁরই ভাই খুন করেছে বলে জানতে পেরেছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা। রাজেশ নিজে তাঁর ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা ওই পরিবারের পাশে আছি।’’