যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়।—ছবি পিটিআই।
পড়ুয়া: (বাবুলকে উদ্দেশ করে স্লোগান) বিজেপি দূর হটো, বাবুল সুপ্রিয় দূর হটো, এবিভিপি দূর হটো
বাবুল: আমি ঢুকবই। এটা আমার গণতান্ত্রিক অধিকার।
পড়ুয়া: কালবুর্গীর খুনি দূর হটো। রোহিত ভেমুলার খুনি দূর হটো।
বাবুল: আমি কি খুন করেছি?
(এ সময় বিক্ষোভকারীরা বাবুলকে ঠেলতে শুরু করেন। ফের শুরু হয় স্লোগান।)
পড়ুয়া: এনআরসি করা সরকার, দূর হটো।
বাবুল: এনআরসি-র মানে বলো।
পড়ুয়া: (স্লোগান) বাবুল, বাবুল পয়সা উসুল
এর পরে বাবুল আবার হলে ঢোকার চেষ্টা করেন। বাধার মধ্যেই হলে ঢোকেন।
বাবুল: আমায় চুলের মুঠি ধরে মারা হয়েছে। লাথি মারা হয়েছে। লাঠি দিয়েও মারা হয়েছে। একটা মেয়ে পড়ে গেল। তার উপরে একটা ছেলে পড়ে গেল। এই ভাবে আহত হচ্ছে। তা সত্ত্বেও আমার দেহরক্ষীদের কোনও নির্দেশ দিইনি। কর্তৃপক্ষ কিন্তু পুলিশ ডাকছেন না।
পড়ুয়া: বাবুলের দেহরক্ষীদের হাতে ছাত্রী হেনস্থা হয়েছেন। বাবুলও হেনস্থা করেছেন। এখানে দাঁড়িয়ে বাবুলকে ক্ষমা চাইতে হবে। বাবুল ঘুষি মেরেছে। বাবুল তোমায় আমরা ছাড়ব না।
বাবুল: আমি চলে যেতেই পারি। কিন্তু কর্তৃপক্ষ এখনও পুলিশ ডাকছেন না।