(বাঁ দিকে) মেয়ের মুখ ঢেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নাতাশা দালাল। কিন্তু দরজার কাছে বরুণ চেষ্টা করেও আড়াল করতে পারেননি মেয়েকে। (ডান দিকে) ছবি: সংগৃহীত।
তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা কি একেবারেই নেই! প্রশ্নটা আরও একবার উঠল বরুণ ধাওয়ানকে ঘিরে। বিমানবন্দরে ঢোকার পথে অনেক চেষ্টা করেও মেয়ের মুখ গোপন করতে পারলেন না অভিনেতা। আর তার পর সমাজমাধ্যমই আঙুল তুলল ছবিশিকারিদের দিকে।
বছর শেষ হয়ে এল। এই ২০২৪ সালেই তাঁর জীবনে এসেছে কন্যাসন্তান। তার পর নিজের নানা উপলব্ধির কথা বার বার ভাগ করে নিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। ছ’মাস বয়স হয়ে গেল বরুণ-কন্যা লারার। কিন্তু এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি অভিনেতা বা তাঁর স্ত্রী নাতাশা দালাল। তবু বছর শেষের মুহূর্তে ঘটে গেল সেই ঘটনা। ছবিশিকারিরা শেষ পর্যন্ত লারাকে ধরেই ফেললেন ক্যামেরায়।
জানা গিয়েছে, বরুণ-নাতাশা মেয়েকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছেন বিদেশে। ২৮ ডিসেম্বর সকাল সকাল তাঁরা বিমানবন্দরে উপস্থিত হন। খুবই গোপনীয়তার মধ্য দিয়ে মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলেন দম্পতি। ছবিশিকারিদের থেকে বাঁচতে, প্রথমেই লারাকে নিয়ে অন্য পথে এগিয়ে যান নাতাশা। বরুণ ছিলেন উল্টো দিকে। কিন্তু নিরাপত্তার জন্য দরজার কাছে তাঁরা আটকে পড়েন। আর সেই ফাঁকেই নাতাশার কোলে থাকা লারার চলচ্ছবি ক্যামেরা বন্দি করে ফেলেন ছবিশিকারিরা। মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় ছোট্ট ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে মিষ্টি মেয়ের মুখ।
বড়দিন উপলক্ষে বরুণ ও নাতাশা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন মেয়ের ছবি। ছবি: সংগৃহীত।
কিন্তু সমাজমাধ্যম থেকেই উঠে এসেছে প্রতিবাদ। নেটাগরিকের একাংশ ছবিশিকারিদের ভর্ৎসনা করেছেন। কেউ কেউ দাবি করেছেন, যদি মেয়ের মুখ দেখানোর ইচ্ছে হত, তা হলে বরুণ নিজেই দেখাতেন। এ ভাবে কারও ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করা উচিত নয়। ওই ফুটেজ অবিলম্বে মুছে ফেলার দাবিও করেছেন নেটাগরিকেরা।
এর আগে বড়দিন উপলক্ষে বরুণ ও নাতাশা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন মেয়ের ছবি। ক্রিসমাস ট্রি-র সামনে বসে দম্পতি, নাতাশার কোল ছোট্ট লারা, বরুণের কোলে পোষ্য সারমেয়। লাল পোশাকে লারা তখন ব্যস্ত প্রিয় পোষ্যের সঙ্গে ভাব বিনিময়ে। যদিও তার মুখ ঢাকা ছিল ভালবাসার ইমোজিতে।
দীর্ঘ দিনের বন্ধু, পোশাকশিল্পী নাতাশা দালালকে বিয়ে করেছিলেন বরুণ ২০২১ সালের ২৪ জানুয়ারি। চলতি বছর ৩ জুন লারা এসেছে তাঁদের ঘরে। তার পর থেকে চূড়ান্ত ব্যস্ত বরুণ। ‘সিটাডেল হানি বানি’-র পর মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘বেবি জন’। সে সব কাটিয়ে আপাতত ছুটিতে চলেছেন অভিনেতা।