Bangladeshi arrested

ধরপাকড়ের ভয়ে চোরাপথে ও পারে ফিরে যেতে গিয়ে পুলিশের জালে! বাগদায় গ্রেফতার দুই বাংলাদেশি

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে টহলদারির সময় বৈকোলা এলাকায় দু’জনকে দেখে তাদের সন্দেহ হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই দু’জন চোরাপথে বাংলাদেশে যাওয়ার জন্য বৈকোলায় এসেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:০০
Share:

বাংলাদেশে ফিরে যেতে গিয়ে গ্রেফতার ২। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এসেছিলেন ও পার থেকে। কিন্তু এলাকায় পুলিশি ধরপাকড় শুরু হওয়ায় তাঁরা ফিরে যাচ্ছিলেন ও পারে। সেই সময়েই পুলিশেই জালে ধরা পড়লেন দুই বাংলাদেশি। তাঁদের গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে টহলদারির সময় বৈকোলা এলাকায় দু’জনকে দেখে তাদের সন্দেহ হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই দু’জন চোরাপথে বাংলাদেশে যাওয়ার জন্য বৈকোলায় এসেছিলেন। ধৃতদের নাম দুলাল শেখ এবং পারুল বেগম। তাঁদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ।

বাংলাদেশে ‘অস্থিরতা’র আবহে এ দেশে অনুপ্রবেশ যে বেড়েছে, তা আগেই জানিয়েছে বিএসএফ। সেই সঙ্গে ধরপাকড়ও শুরু হয়েছে। প্রায়ই নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার মতো সীমান্ত রাজ্যগুলিতে বাংলাদেশি গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে আসছে। দিন দুয়েক আগেই ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে নদিয়ার ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকেও দুই বাংলাদেশিকে ধরা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement