Netaji Subhas Chandra Bose

আজ়াদ হিন্দ সরকার প্রতিষ্ঠা স্মরণে কংগ্রেস

আজ়াদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস আজ, সোমবার বেলা ১২টা থেকে যদুবাবুর বাজার মোড় থেকে এলগিন রোডে সুভাষচন্দ্রের বাসভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৯:০৪
Share:

সুভাষচন্দ্র বসু। —ফাইল চিত্র।

সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজ়াদ হিন্দ বাহিনী ১৯৪৩-এর ২১ অক্টোবর যে স্বাধীন সরকার তৈরি করেছিল, বরাবরই সেই দিনটিকে স্মরণ করে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। এ বার সেই দিনটিকে স্মরণ করে কর্মসূচি নিল কংগ্রেসও।

Advertisement

আজ়াদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস আজ, সোমবার বেলা ১২টা থেকে যদুবাবুর বাজার মোড় থেকে এলগিন রোডে সুভাষচন্দ্রের বাসভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন, দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সুভাষচন্দ্রের বাসভবনে গিয়ে সেখানে তাঁর মূর্তি ও স্মারকে শ্রদ্ধা জানানো হবে। মিছিলে যোগ দেওয়ার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রদেশ নেতৃত্বের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement