Congress

ডিগ্রি ফেরতের দাবি 

কলকাতায় রবিবার ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ এবং বাংলার ভারপ্রাপ্ত এনএসইউআই-এর সম্পাদক রোশনলাল বিট্টু ওই কর্মসূচির সূচনা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ০৪:০৫
Share:

‘চাকরি দাও নয়তো ডিগ্রি ফেরত নাও’ কর্মসূচির সূচনায় কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা। —নিজস্ব চিত্র।

তরুণ প্রজন্মের চাকরির দাবিতে নতুন কর্মসূচি হাতে নিল কংগ্রেসের ছাত্র সংগঠন। এনএসইউআই-এর উদ্যোগে সর্বভারতীয় স্তরেই শুরু হল ‘চাকরি দাও নয়তো ডিগ্রি ফেরত নাও’ কর্মসূচি। চাকরিপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঁচ লক্ষ চিঠি পাঠাতে চায় তারা। কলকাতায় রবিবার ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ এবং বাংলার ভারপ্রাপ্ত এনএসইউআই-এর সম্পাদক রোশনলাল বিট্টু ওই কর্মসূচির সূচনা করেছেন। সৌরভ জানান, একটি নির্দিষ্ট নম্বরে মিস্ড কল দিলে এসএমএসে লিঙ্ক দেওয়া হবে এবং তার মাধ্যমেই নিজেদের শিক্ষাগত যোগ্যতার তথ্য আপলোড করতে পারবেন আবেদনকারীরা। তার ভিত্তিতেই চিঠি তৈরি করবে ছাত্র পরিষদ। সৌরভের বক্তব্য, কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছেই তাঁরা কর্মসংস্থানের দাবি জানাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement