Farmer

কৃষকদের জন্য কংগ্রেসের দাবি

রাহুল গাঁধীর বেঁধে দেওয়া সুরে কৃষিঋণ মকুবের দাবি করল কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২০ ০৬:১৭
Share:

ফাইল চিত্র।

করোনা এবং লকডাউনের মধ্যে বিভিন্ন অংশের মানুষের দাবি-দাওয়া নিয়ে আলাদা করে সরব হচ্ছে কংগ্রেস। এ রাজ্যে তার সঙ্গেই যুক্ত হয়েছে আমপান-পরবর্তী পরিস্থিতি। পরিযায়ী শ্রমিক, ছাত্র-ছাত্রীদের পরে এ বার কৃষকদের দাবি সামনে আনল তারা। রাহুল গাঁধীর বেঁধে দেওয়া সুরে কৃষিঋণ মকুবের দাবি করল কংগ্রেস। সেই সঙ্গেই প্রদেশ কংগ্রেসের কিসান সেলের দাবি, এ রাজ্যে কত কৃষক আত্মহত্যা করেছেন এবং কত জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তার তালিকা সরকারকে জানাতে হবে। কৃষিক্ষেত্রে ৬ মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিও করেছে তারা। এই দাবির সমর্থনে রবিবার সামাজিক মাধ্যমে কিসান সেলের নেতাদের পাশাপাশিই সরব হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement