Amartya Sen

অমর্ত্য-কাণ্ডে চিঠি

প্রদীপবাবুর বক্তব্য, অমর্ত্যবাবুর ওই জমি দীর্ঘমেয়াদি লিজের ভিত্তিতে নেওয়া এবং তার মেয়াদ ফুরনোর সময় এখনও আসেনি বলে অর্থনীতিবিদ স্পষ্ট করে জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০৫:০১
Share:

অমর্ত্য সেন। ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কে দাঁড়ি টানার দাবি জানিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। প্রাক্তন অধ্যাপক প্রদীপবাবুর বক্তব্য, অমর্ত্যবাবুর ওই জমি দীর্ঘমেয়াদি লিজের ভিত্তিতে নেওয়া এবং তার মেয়াদ ফুরনোর সময় এখনও আসেনি বলে অর্থনীতিবিদ স্পষ্ট করে জানিয়েছেন। অমর্ত্যবাবু বাংলা ও বাঙালির গর্ব, তাঁর সঙ্গে বাঙালির ভাবাবেগ জড়িত। চিঠিতে প্রদীপবাবু লিখেছেন, অমর্ত্যবাবুর রাজনৈতিক দর্শন আলাদা হতেই পারে কিন্তু তার জন্য তাঁর মতো ব্যক্তিত্বের সঙ্গে কেন্দ্রীয় একটি বিশ্ববিদ্যালয় এমন আচরণ করতে পারে না। বিষয়টিতে এখনই ইতি টানার জন্য উপাচার্যের কাছে দাবি জানিয়েছেন সাংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement