Abdul Mannan

দুই দাবি নিয়ে পথে কংগ্রেস

যুব কংগ্রেসের ডাকে বুধবার সন্ধ্যায় মশাল মিছিল ব্র্যাবোর্ন রোডের দিক থেকে শুরু হয়ে হাওড়া সেতু পরিক্রমা করে এম জি রোডে গাঁধী মূর্তির কাছে শেষ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০৪:৫৫
Share:

যুব কংগ্রেসের মিছিলে বিরোধী দলনেতা আব্দুল মান্নান। নিজস্ব চিত্র।

দু’টি আলাদা বিষয়ে শহরের দুই দিকে পথে নামল কংগ্রেস। কেন্দ্রীয় কৃষি আইন বাতিল ও অবিলম্বে সংসদের অধিবেশন ডাকার দাবিতে মশাল মিছিল করল যুব কংগ্রেস। অন্য দিকে, কলকাতা ইউনানি মেডিক্যাল কলেজকে সরকারি অধিগ্রহণের দাবিতে মিছিল হল ছাত্র পরিষদের ডাকে।

Advertisement

যুব কংগ্রেসের ডাকে বুধবার সন্ধ্যায় মশাল মিছিল ব্র্যাবোর্ন রোডের দিক থেকে শুরু হয়ে হাওড়া সেতু পরিক্রমা করে এম জি রোডে গাঁধী মূর্তির কাছে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা সন্তোষ পাঠক, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান প্রমুখ। প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা নানা রাজ্যে বিভিন্ন জনসমাবেশে যাচ্ছেন অথচ ভিত্তিহীন অজুহাতে সংসদ বন্ধ রাখা হয়েছে কেন, সেই প্রশ্ন তোলেন শাদাবেরা। তাঁদের দাবি, অবিলম্বে সংসদের অধিবেশন ডেকে কৃষি নিয়ে ‘কালা আইন’ রদ করতে হবে। একই দিনে ইউনানি কলেজ অধিগ্রহণের দাবিতে ছাত্র-ছাত্রীদের নিয়ে আব্দুল হালিম লেন থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে মিছিল করে ছাত্র পরিষদ। মিছিলে ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ। বিধানসভায় ২০১০ সালে বিল পাশ হলেও ইউনানি কলেজ এখনও অধিগ্রহণ করা হয়নি কেন, সেই প্রশ্ন তুলে ১০ দিন ধরে অবস্থান চালাচ্ছেন সেখানকার পড়ুয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement