Congress

KMC Election 2021: তৃণমূলের দুই কাউন্সিলরকে দলে নিয়ে ৬৬ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

শনিবার সন্ধ্যায় বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ২০:০২
Share:

বিধান ভবনে প্রার্থী কলকাতার পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের।

তৃণমূলের দুই কাউন্সিলরকে দলে নিয়ে কলকাতা পুরসভার ৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত। বিধান ভবনে এসে কংগ্রেসে যোগদান করেন মেটিয়াব্রুজের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ১৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতাজ বেগম। সঙ্গে প্রার্থী তালিকায় দেখা যায় ৮ নম্বর ওয়ার্ডে টিকিট পেয়েছেন পার্থ মিত্র। তিনিই ওই ওয়ার্ডের কাউন্সিলর। মমতাজ ও পার্থকে এ বার টিকিট দেয়নি তৃণমূল। তাই কংগ্রেসে যোগদান করে ফের প্রার্থী হলেন তাঁরা। মমতাজ বলেন, ‘‘এলাকার মানুষের চাহিদা, আমরা ভোটে দাঁড়াই। তাই আমাকে কংগ্রেসের প্রতীকে ভোটে দাঁড়াতে হল।’’

Advertisement

৬৬ আসনে প্রার্থীতালিকা প্রকাশের পর জানানো হয়েছে, বাকি প্রার্থীদের নাম রবিবার জানানো হবে। শুক্রবারই বামফ্রন্টও তাদের প্রার্থীতালিকা ঘোষণা করেছে। তাতে ১৭টি আসনে প্রার্থী দেওয়া হয়নি। শনিবার প্রার্থী ঘোষণার পর নেপাল জানিয়েছে্ন, ২০-২৫টি আসনে তাঁরা প্রার্থী দেবেন না। সেখানে বিজেপি ও তৃণমূল বিরোধী প্রার্থীকে তাঁরা সমর্থন করবেন। তবে কলকাতা পুরভোটে জোট ভাঙা নিয়ে কংগ্রেসের এই প্রাক্তন বিধায়ক বলেছেন, ‘‘আমরা বামেদের কাছে প্রার্থীতালিকা পাঠিয়েছিলাম। সেখান থেকে কোনও সাড়া না পাওয়ায় আমরা প্রার্থী ঘোষণা করতে বাধ্য হচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement