মেট্রো ডেয়ারিতে ক্ষতি কোষাগারের, আদালতে অধীরেরা

নামমাত্র দরে মেট্রো ডেয়ারির শেয়ার কেন বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই প্রশ্নে সরব হয়েছিল বিরোধীরা। এ বার মেট্রো ডেয়ারি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে আইনি লড়াইয়ে গেল কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০১:১০
Share:

নামমাত্র দরে মেট্রো ডেয়ারির শেয়ার কেন বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই প্রশ্নে সরব হয়েছিল বিরোধীরা। এ বার মেট্রো ডেয়ারি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে আইনি লড়াইয়ে গেল কংগ্রেস। দলের সাংসদ ও প্রদেশ কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরীর দায়ের করা মামলা গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানাতে বলেছে। পরবর্তী শুনানি হবে ফেব্রুয়ারিতে।

Advertisement

মেট্রো ডেয়ারির ৪৭% শেয়ার একটি বেসরকারি সংস্থার হাতে ৮৪ কোটি টাকার বিনিময়ে তুলে দিয়েছিল রাজ্য সরকার। মামলাকারী হিসেবে অধীরবাবুদের বক্তব্য, মেট্রো ডেয়ারিতে লাভ হচ্ছে না, উৎপাদন কমে গিয়েছে, এই যুক্তিতে শেয়ার ছেড়ে দিয়েছে সরকার। কিন্তু সরকারি শেয়ার বিক্রির যে দু’টি স্বীকৃত পদ্ধতি আছে, তার কোনওটাই এ ক্ষেত্রে মানা হয়নি বলে তাঁদের অভিযোগ। যে সংস্থাকে শেয়ার দেওয়া হয়েছিল, তারা অল্প দিনের মধ্যেই ১৫% শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে দিয়েছে ১৭০ কোটি টাকায়। সেই সূত্রে কংগ্রেসের অভিযোগ, সরকারি কোষাগারে ৫৩২ কোটি টাকা আসতে পারত। কিন্তু রাজ্য সরকারের দোষে মাত্র ৮৪ কোটি টাকা তাদের তহবিলে এসেছে।

অধীরবাবু বলেন, ‘‘এটা একট়া বড়সড় কেলেঙ্কারি। কোনও টেন্ডার না ডেকে, আনুষ্ঠানিক ভাবে কাউকে কিছু না জানিয়ে সরকারি শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে। আদালত আমাদের মামলা গ্রহণ করেছে। শুনানি শুরু হলে সব স্পষ্ট হবে।’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীরও বক্তব্য, ‘‘সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা চিঠি দিয়েছিলাম। সরকারি শেয়ার বা সম্পত্তি এই ভাবে বিক্রি করা যায় না। অধীরবাবু মামলা করে ঠিকই করেছেন। অন্যায়ের প্রতিবাদ হবেই।’’

Advertisement

বিষয়টি ‘বিচারাধীন’, এই কারণ দেখিয়ে সরকারি তরফে কেউ আনুষ্ঠানিক ভাবে মুখ খুলছেন না। তবে সরকারি সূত্রের বক্তব্য, রাজ্য মন্ত্রিসভায় মেট্রো ডেয়ারির বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। আদালতে যা জানানোর, জানানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement