Congress

কংগ্রেসের সত্যাগ্রহ

কেন্দ্রের বিজেপি সরকার যে ‘অগণতান্ত্রিক’ পথে বিরোধিতার কণ্ঠরোধ করতে চাইছে, তার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা বলেছেন কংগ্রেস নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ০৭:১৫
Share:

মধ্যমগ্রামে যুব কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্ব। নিজস্ব চিত্র।

রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার প্রতিবাদে ‘জয় ভারত সত্যাগ্রহ’ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। উত্তর ২৪ পরগনা (গ্রামীণ) জেলা যুব কংগ্রেসের ডাকে দু’দিনের সত্যাগ্রহ হল মধ্যমগ্রামের নজরুল মঞ্চে। এই সত্যাগ্রহ কর্মসূচিতে রবিবার উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, তরুণ রায়, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিক, এআইসিসি-র সদস্য ইন্দ্রাণী দত্ত চৌধুরী প্রমুখ। কেন্দ্রের বিজেপি সরকার যে ‘অগণতান্ত্রিক’ পথে বিরোধিতার কণ্ঠরোধ করতে চাইছে, তার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা বলেছেন কংগ্রেস নেতারা। এআইসিসি-র নির্দেশে সত্যাগ্রহ কর্মসূচি দেশ জু়ড়ে চলার কথা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement