ডেঙ্গি নিয়ে পুুরসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
কলকাতায় ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে পুরসভা ব্যর্থ, এই অভিযোগে মশারি নিয়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। পুরসভার সামনে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি বাধে। প্রথমে ব্যারিকেড ফেলে এগিয়ে এলেও শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের পুরসভায় ঢুকতে বাধা দেয় পুলিশ। শহরে বৃহস্পতিবার এই বিক্ষোভ কর্মসূচি ছিল মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল বলেন, ‘‘ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। মেয়র যদি ঘুম থেকে উঠে উপযুক্ত ব্যবস্থা না নেন, এর পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার লোক পুরসভা অভিযানে আসবে!’’ কলকাতা পুরসভার এক শীর্ষ কর্তা অবশ্য বলেন, ‘‘ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভার তরফে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। সিঙ্গাপুরেও তো এর থেকে অনেক বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।’’