রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। ফাইল চিত্র।
ফোন হ্যাকিং-কাণ্ড এবং করোনার প্রতিষেধকের আকালের অভিযোগ নিয়ে কংগ্রেসের বিক্ষোভে ধুন্ধুমার বাধল রাজভবনের সামনে। পেগাসাস-কাণ্ড, প্রতিষেধকের অভাব এবং কৃষি আইন বাতিলের দাবি নিয়ে সোমবার ‘রাজভবন অভিযানে’ জড়ো হয়েছিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। সেখানেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। বিক্ষোভ ও ধস্তাধস্তিতে কিছু ক্ষণ থমকে যায় যান চলাচল। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়-সহ ৪৫ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যে বেশ কয়েক জন মহিলাও ছিলেন। কংগ্রেস নেতা আশুতোষের বক্তব্য, ‘‘দেশের সব মানুষকে সময়মতো প্রতিষেধক দেওয়ার কাজ কেন্দ্রীয় সরকার করে উঠতে পারছে না। অথচ পেগাসাস সফ্টঅয়্যার ব্যবহার করে বিরোধী নেতা, আমলা, সাংবাদিক সকলের ফোন হ্যাক করে তথ্য তুলে নিচ্ছে! পেগাসাস-কাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং কালা কৃষি আইন বাতিলের দাবিতে আমাদের আন্দোলন চলবে।’’