রায়গঞ্জের নালিশ রাজ্যপালের কাছে

বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, রায়গঞ্জ কলেজই হল সেই প্রতিষ্ঠান, যেখানে তৃণমূল আমলে প্রথম অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০০:৪২
Share:

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। —নিজস্ব চিত্র।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও নানা বেনিয়মের অভিযোগ জমা পড়ল রাজভবনে। ওই বিশ্ববিদ্যালয়ের কয়েক জন প্রতিনিধিকে নিয়ে বুধবার আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। পরে মান্নান বলেন, ‘‘রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির নানা অভিযোগ এসেছে। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত নন, এমন লোকজন বিশ্ববদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছে! সব বিষয়টা রাজ্যপালকে জানানো হয়েছে।’’

Advertisement

বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, রায়গঞ্জ কলেজই হল সেই প্রতিষ্ঠান, যেখানে তৃণমূল আমলে প্রথম অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটেছিল। পরে সেখানে বিশ্ববিদ্যালয় হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement