Koustav Bagchi

মুখ্যমন্ত্রী, নগরপালের বিরুদ্ধে মামলার আর্জি

চিঠিতে কৌস্তভের অভিযোগ, একটি সংবাদমাধ্যমে টেলিফোনিক কথোপকথনের সময়ে মুখ্যমন্ত্রী স্পষ্টই ধর্ষিতার নাম প্রকাশ্যে উচ্চারণ করেন। কলকাতার নগরপালও সেই নাম প্রকাশ্যে উচ্চারণ করেন বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ০৭:৩১
Share:

বিজেপির আইনজীবী-নেতা কৌস্তভ বাগচী। —ফাইল চিত্র।

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক-ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনায় ধর্ষিতার পরিচয় প্রকাশের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়ে টালা থানায় চিঠি দিলেন বিজেপির আইনজীবী-নেতা কৌস্তভ বাগচী।

Advertisement

চিঠিতে তিনি অভিযোগ করেছেন, একটি সংবাদমাধ্যমে টেলিফোনিক কথোপকথনের সময়ে মুখ্যমন্ত্রী স্পষ্টই ধর্ষিতার নাম প্রকাশ্যে উচ্চারণ করেন। কলকাতার নগরপালও সেই নাম প্রকাশ্যে উচ্চারণ করেন বলে অভিযোগ। কৌস্তভের দাবি, ওঁরা দু’জনেই আইন জানেন। তার পরেও এই ঘটনা ঘটানোর জন্য তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭২ নম্বর ধারায় মামলা রুজু করা হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement