Dilip Ghosh

Dilip Ghosh: মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য! আবার দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করলেন দক্ষিণ কলকাতার আইএনটিটিইউসি নেতা বিতান হালদার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১০:২১
Share:

ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এ বার নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হল। অভিযোগ দায়ের করলেন দক্ষিণ কলকাতার আইএনটিটিইউসি নেতা বিতান হালদার।

Advertisement

অভিযোগপত্রে বিতান উল্লেখ করেছেন, ‘গত ৬ জুলাই মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন দিলীপ। এ হেন মন্তব্যের নিন্দা করছি। অভিযোগটি এফআইআর হিসাবে গণ্য করে সাংসদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এমন পদক্ষেপ করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের মন্তব্য করতে না পারেন।’

Advertisement

এর আগে ইকো পার্ক থানায় দিলীপের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement