পার্থ, সুবীরেশদের আলিপুর আদালতে হাজিরা। — ফাইল চিত্র।
এসএসসি মামলায় পার্থ, সুবীরেশদের আলিপুর আদালতে হাজির করাবে সিবিআই
সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কর্তাদের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সকালে আলিপুর আদালতে হাজির করানো হবে তাঁদের। সে দিকে নজর থাকবে।
বিধানসভার অধিবেশন
গত সপ্তাহে প্রায় প্রতি দিনই নানা বিষয় নিয়ে উত্তাল হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। সোমবারও কী হয়, সে দিকে নজর থাকবে।
বিশ্বকাপ ফুটবল
সোমবার ফুটবল বিশ্বকাপের চারটি ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৩টেয় রয়েছে ক্যামেরুন বনাম সার্বিয়া ম্যাচ। তার পর রয়েছে দক্ষিণ কোরিয়া বনাম ঘানা। রাত সাড়ে ৯টায় ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচের দিকে চোখ থাকবে। নজর থাকবে পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচেও।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে না। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে তা মেনে চলতে বলা হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়েছে রাজ্য জুড়ে। সব মিলিয়ে ডেঙ্গি সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।
রাজ্যের আবহাওয়া
নভেম্বর প্রায় শেষ। তবুও কনকনে শীতের অনুভূতি মিলছে না। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ভোরের দিকে পারদ নামলেও কলকাতা থেকে জাঁকিয়ে শীত এখনও বহু দূরে, জানাচ্ছে হাওয়া অফিস। রাজ্যের আবহাওয়া সম্পর্কিত খবরে থাকবে নজর।
গুজরাত ভোটের প্রচার
১ ডিসেম্বর গুজরাতে প্রথম দফার নির্বাচন রয়েছে। তার আগে শেষ বেলায় প্রচারে আরও জোর দিচ্ছে সব দল। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটে কি না, সে দিকে নজর থাকবে।
চিনে শি জিনপিং বিরোধী বিক্ষোভ
চিন সরকারের কোভিড-নীতির বিরুদ্ধে বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে। সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।