India

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, সেরা ৬

ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। পাক ম্যাচের আগে কোহলীদের প্রস্তুতি। কেমন আছেন অনুব্রত?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ০৭:২১
Share:

ইংল্যান্ডের বোলারদের দাপটে ১৫১ রানে শেষ দক্ষিণ আফ্রিকা ছবি রয়টার্স।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

Advertisement

আজ, শুক্রবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ রয়েছে। এটি দ্বিতীয় দিনের ম্যাচ।

পাক ম্যাচের আগে কী প্রস্তুতি কোহলীদের?

Advertisement

রবিবার ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাক ম্যাচের আগে কী প্রস্তুতি নিয়েছেন কোহলীরা সে দিকে নজর থাকবে।

বিশ্ব ব্যাডমিন্টনে প্রণয়ের ম্যাচ

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে জিতে গিয়েছেন এইচএস প্রণয়। আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামবেন তিনি। তাঁর খেলার দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সুবীরেশের বিষয়ে কী করে সিবিআই?

স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। আজ সুবীরেশের বিষয়ে কী করে সিবিআই সে দিকে নজর থাকবে।

লুকআউট নোটিসে কি আটকাবেন মানিক?

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে সিবিআই। প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। কেন্দ্রের অন্য তদন্তকারী সংস্থা ইডিও তাঁকে খুঁজছে। তবে বৃহস্পতিবার রাতে তিনি আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন। এই অবস্থায় আজ দেখার কী করেন মানিক।

আসানসোলের জেলে কেমন আছেন অনুব্রত?

গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এখন তিনি আসানসোল জেলে রয়েছেন। তাঁর বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement