News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৯

বিধানসভার বিশেষ অধিবেশন। পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর উদ্বোধনে অমিত শাহ। কুণালের রহস্যময় বার্তা স্পষ্ট হবে কি? মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে বিতর্ক। বিশ্বকাপ ক্রিকেট।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ০৭:১৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিধানসভার বিশেষ অধিবেশন

Advertisement

সোমবার এক দিনের জন্য বসছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন। গত বাদল অধিবেশনে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে দু’টি বিলে সংশোধন জরুরি। বিল সংশোধন না হলে মন্ত্রী, বিধায়কদের বর্ধিত বেতন দেওয়া যাবে না। সেই প্রয়োজন থেকেই বিধানসভার অধিবেশন এক দিনের জন্য বসিয়ে সংশোধনী পাশ করাতে চায় সরকারপক্ষ। প্রথমে এই অধিবেশনে যোগদান করবে না বলে জানিয়েছিল বিজেপি। কিন্তু শেষ মূহূর্তে সিদ্ধান্ত বদল করে যোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

সোমবার দ্বিতীয়া তিথিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুজোর উদ্বোধন করবেন। শারীরিক অসুস্থতার কারণে এ বার আর মণ্ডপে সশরীরে যেতে পারছেন না তিনি। কালীঘাটের বাড়িতে বসে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছেন।

পুজোর উদ্বোধনে অমিত শাহ

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বিকেলে এই পুজোটির উদ্বোধন করতেই কলকাতায় আসছেন তিনি। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই পুজো কমিটির সাধারণ সম্পাদক। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কুণালের রহস্যময় বার্তা স্পষ্ট হবে কি?

‘‘রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে’’ বলে দাবি করে রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অভিযোগকারিণী বা অভিযুক্ত কারওরই নাম প্রকাশ করেননি তিনি। এ নিয়ে আরও কিছু লিখবেন বা বলবেন কি কুণাল? নজর থাকবে সোমবারেও।

মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে বিতর্ক

এক ব্যবসায়ীর থেকে টাকা এবং উপহারের বিনিময়ে লোকসভায় আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক আইনজীবী। অভিযোগ জানিয়েছেন সিবিআইয়ের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে মহুয়ার সাংসদপদ খারিজের আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। জবাবে মহুয়া তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘সিবিআইকেও স্বাগত জানাচ্ছি। তারা আমার বিরুদ্ধে অর্থ তছরুপের অনুসন্ধান করতে পারে। কিন্তু তার আগে আদানির সমস্ত অর্থ কোন পথে সমুদ্রের ও পারে পৌঁছচ্ছে, চালান আর বেনামি অ্যাকাউন্টের মাধ্যমে, সেটাও তাদের খুঁজে বের করতে হবে।’’ এই সংক্রান্ত খবরে নজর থাকবে সোমবারও।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ইডির বিরুদ্ধে অভিষেকের পিএ-র আবেদনের শুনানি

দুর্নীতির অভিযোগে ইডির নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।

রেশন মামলা: বাকিবুরকে আদালতে হাজির করানো হবে

রেশন দুর্নীতি মামলায় ৫৩ ঘণ্টা জেরার পর শনিবার ইডি গ্রেফতার করেছিল উত্তর ২৪ পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে। শনিবারই তাঁকে আদালতে হাজির করানো হয়। সোমবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ আবার বাকিবুরকে আদালতে হাজির করাবে ইডি।

ইজ়রায়েল বনাম হামাস সংঘর্ষ

ইজ়রায়েল-হামাস সংঘর্ষের নবম দিন। গাজ়ায় আক্রমণ বাড়ানোর প্রস্তুতি শুরু করল ইজ়রায়েলি সেনা। রবিবার গাজ়ার উত্তরাংশের বাসিন্দাদের ৩ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়তে বলা হয়। প্রাণের ভয়ে গাজ়ার তুলনায় নিরাপদ দক্ষিণ দিকে পালাতে থাকেন মানুষজন। গাজ়ায় ইজ়রায়েলের সম্ভাব্য হামলা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগপ্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। মুমূর্ষু রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও।

বিশ্বকাপ ক্রিকেট

সোমবার বিশ্বকাপে একটিই ম্যাচ। মুখোমুখি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দু’টি দলই দু’টি করে ম্যাচ খেলেছে। কেউ জয়ের মুখ দেখেনি। লখনউতে এই ম্যাচে জিতে কারা পয়েন্ট তালিকায় খাতা খুলবে? দুপুর ২টো থেকে ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement