নির্বাচন কমিশন ভবানীপুরে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে প্রচারের কাজ। নিজস্ব চিত্র।
ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার জেরেই বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। রবিবার৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ সফরে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ সরকারি এই সফরে উত্তরকন্যায় উত্তরবঙ্গের পাঁচটি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল তাঁর৷ দুয়ারে সরকারের একটি ক্যাম্পে যাওয়ার কর্মসূচিও ছিল৷ কিন্তু উপনির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেই নবান্ন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল করা হচ্ছে।
৫ মে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মমতার। ভবানীপুরের তৃণমূল নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, কমিশন ২০ তারিখ থেকে প্রচার করতে বললেও, কর্মীরা অতি উৎসাহী হয়ে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। দেওয়াল লিখন থেকে হোর্ডিং, ব্যানার লাগানো শুরু হয়ে গিয়েছে ভবানীপুরে। মুখ্যমন্ত্রী সোমবার মনোনয়ন দাখিল করতে পারেন। সফর বাতিল হলেও, ফের তিনি কবে উত্তরবঙ্গ সফরে যাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন৷ ফলে শনিবার থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে৷