Maniktala by Election 2024

মানিকতলার উপনির্বাচনের জন্য কোর কমিটির গঠন মমতার, মঙ্গলে নবান্নে বৈঠক কাউন্সিলরদের সঙ্গে

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন সাধন পাণ্ডে। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আদালতের দ্বারস্থ হলে আটকে যায় মানিকতলার উপনির্বাচন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২৩:০৩
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার ভারতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, বাগদা ও রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন হবে। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে উত্তর কলকাতার চার গুরুত্বপূর্ণ নেতাকে নবান্নে তলব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী ডাকে সাড়া দিয়ে নবান্নে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ, বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। দীর্ঘ ক্ষণ তাদের সঙ্গে বৈঠকের পর মানিকতলা উপনির্বাচনের জন্য একটি কোর কমিটির গঠন করেন তিনি। এই চার নেতাকে নিয়ে তৈরি কোর কমিটিই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে বলেই তৃণমূল সূত্রে খবর। সঙ্গে মঙ্গলবার নবান্নে মানিকতলা বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছেন তিনি। সেই বৈঠকে কোর কমিটির সদস্যদেরও হাজির হতে বলা হয়েছে।

Advertisement

কলকাতা পুরসভার ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি মানিকতলা বিধানসভা। ২০২১ সালের ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার যে নির্বাচন হয়েছিল তাতে এই বিধানসভা এলাকার সব ক’টি ওয়ার্ডই জিতে নিয়েছে শাসকদল তৃণমূল। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি ৩৭৭ ভোটে এগিয়ে গিয়েছে। আর ৩১ নম্বর ওয়ার্ডে বিজেপির অগ্রগমন ৬০৯৬ ভোটের। লোকসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী তাপস রায়ের থেকে ৩৫৭৫ ভোটে এগিয়ে রয়েছেন। আপাতত উপনির্বাচনে এই ব্যবধান কয়েক গুণ বাড়িয়ে নিতে চায় শাসকদল তৃণমূল। তাই মানিকতলা বিধানসভার অন্তর্গত ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিধায়ক পরেশকে এই কোর কমিটিতে রাখা হয়েছে। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার সুবাদে ডেপুটি মেয়র অতীনকে কোর কমিটিতে জায়গা দিয়েছেন মমতা। তবে মেয়র পারিষদ স্বপন ও কুণাল উত্তর কলকাতার রাজনীতি সম্পর্কে অবগত বলেই এই কোর কমিটির সদস্য করা হয়েছে বলেই মনে করছেন উত্তর কলকাতার তৃণমূল নেতারা।

তবে কোর কমিটিতে সদ্য জয়ী সাংসদ সুদীপকে জায়গা না দেওয়ায় ধন্দও তৈরি হয়েছে উত্তর কলকাতা জেলা তৃণমূলের অন্দরে। কারণ সাংগঠনিক ভাবে এখনও উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি পদে রয়েছেন সুদীপ। তবে মানিকতলা বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। বেশ কিছু নাম আলোচনার মধ্যেও রয়েছে। প্রয়াত নেতা সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেও টিকিট পেতে পারেন বলে উত্তর কলকাতার তৃণমূলের একটি সূত্রের দাবি। তবে শেষ পর্যন্ত কে প্রার্থী হবেন তা ঠিক করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিনেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন সাধন। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আদালতের দ্বারস্থ হলে আটকে যায় মানিকতলার উপনির্বাচন। কিন্তু সম্প্রতি আদালতের নির্দেশে তিনি সেই মামলা প্রত্যাহার করে নেওয়ায় উপনির্বাচন সম্ভব হচ্ছে মানিকতলায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement