Chittaranjan Locomotive Works

চিত্তরঞ্জনে তৈরি ‘তেজস’

ছ’হাজার অশ্বশক্তির এই ইঞ্জিনের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। দেশের যে কোনও ‘প্রিমিয়াম ট্রেন’কে টানতে পারবে এই ইঞ্জিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০৮:০৬
Share:

নতুন ইঞ্জিন। নিজস্ব চিত্র

দু’টি ‘এরোডায়নামিক’ ইঞ্জিন তৈরি করার কথা জানাল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ)। শুক্রবার ইঞ্জিন দু’টি আনুষ্ঠানিক ভাবে রেল বোর্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে সিএলডব্লিউ-র জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার জানান, কারখানা এ ধরনের ইঞ্জিনের নামকরণ করেছে ‘তেজস’।

Advertisement

সংস্থার সিনিয়র জনসংযোগ আধিকারিক মন্তার সিংহ জানান, কারখানায় ডব্লিউএপি ৫ বিভাগের যে ইঞ্জিন তৈরি হয়েছিল, এটি সেই বিভাগেরই উন্নততর সংস্করণ। তাঁর বক্তব্য, ‘‘ছ’হাজার অশ্বশক্তির এই ইঞ্জিনের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। দেশের যে কোনও ‘প্রিমিয়াম ট্রেন’কে টানতে পারবে এই ইঞ্জিন।’’ তা ছাড়া, এই ইঞ্জিন থেকে সরাসরি কামরাগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে। তাই যে ট্রেনে এই ইঞ্জিন জোড়া হবে, সেই ট্রেনের কামরাগুলিতে বিদ্যুৎ সরবরাহের জন্য আলাদা করে জেনারেটর ভ্যান জুড়তে হবে না। ফলে, শব্দ ও বায়ু দূষণের হাত থেকে ট্রেনকে রক্ষা করা সম্ভব হবে। তা ছাড়া, জেনারেটর ভ্যান জুড়তে না হওয়ায় বাড়তি একটি কামরা জোড়া যাবে। ফলে, আয় বাড়বে রেলের।

এ দিন ইঞ্জিন দু’টিকে গাজিয়াবাদের রেল শেডে পাঠিয়ে দেওয়া হয়েছে, জানা যায় কারখানা সূত্রে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement