Anis Khan

Anis Khan: আনিসের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান জানতে চাইলেন আইএসএফ বিধায়ক নওশাদ

সোমবার বিধানসভার অধিবেশনে উল্লেখ পর্বে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভাঙড়ের বিধায়ক বলেন, ‘‘আনিস খানের মৃত্যুর পর এত দিন কেটে গেলেও প্রকৃত দোষীদের গ্রেফতার করা হয়নি। যে ভাবে তদন্ত এগোচ্ছে, তাতে আমরা খুশি নই। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর অবস্থান আমরা জানতে চাই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৭:৫৪
Share:

আনিস খানের মৃত্যু ও হিজাব বির্তক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান জানতে চাইলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

আনিস খানের মৃত্যু ও হিজাব বির্তক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান জানতে চাইলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সোমবার বিধানসভার অধিবেশনের উল্লেখ পর্বে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভাঙড়ের বিধায়ক বলেন, ‘‘আনিস খানের মৃত্যুর পর এত দিন কেটে গেলেও প্রকৃত দোষীদের গ্রেফতার করা হয়নি। যে ভাবে তদন্ত এগোচ্ছে, তাতে আমরা খুশি নই। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর অবস্থান আমরা জানতে চাই। আর আমতা থানার ওসিকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তাঁকে ছুটিতে পাঠানো সিদ্ধান্ত কে নিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে বিধানসভায় মুখ্যমন্ত্রী এসে জানান।’’

Advertisement

আনিস-কাণ্ডের পাশাপাশি আইএসএফ বিধায়ক সরব হয়েছেন হিজাব বিতর্ক নিয়েও। নওশাদ বলেন, ‘‘বাংলায় যখন একের পর এক হিজাব নিয়ে বিতর্কের ঘটনা ঘটছে, তখন মুখ্যমন্ত্রী চুপ। আমরা চাই, এই সমস্ত বিষয় নিয়ে তিনি বিধানসভায় রাজ্য সরকারের অবস্থান জানান।’’ তিনি আরও বলেন, ‘‘কোথাও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কেউ হিজাব পরে গেলে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় হিজাব পরার জন্য মহিলাদের হেনস্থা হতে হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় একজন ছাত্রীকে হিজাব পরার অপরাধে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আসানসোলে এক প্রধান শিক্ষককের চাপে এক জন ছাত্রীকে অন্তর্বাস পর্যন্ত খুলে দেখাতে হয়েছে। কর্নাটকের হিজাব ইস্যুতে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে হিজাব নিয়ে একাধিক বিতর্কেরও ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রীর চুপ কেন ?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement