Anis Khan

Anis Khan: সময় চাওয়ার নামে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা, আমিও আন্দোলনে নামব, বললেন আনিসের বাবা

আনিস হত্যার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি ফের এক বার জানিয়েছেন সালেম। এ জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বলেও জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৭:৩৯
Share:

পথে নামতে চান সালেম খান। —নিজস্ব চিত্র।

পুত্রহত্যার প্রতিবাদে এ বার পথে নামতে চান ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খানও। ছাত্রনেতা আনিস খানকে হত্যার তদন্তে রাজ্য পুলিশকে আরও এক মাস সময় দিয়েছে হাই কোর্ট। তার প্রতিক্রিয়া দিতে গিয়ে পথে নামার ইচ্ছাপ্রকাশ করেন সালেম।
সোমবার রাজ্য পুলিশ আনিস হত্যার তদন্তের জন্য আরও এক মাস সময় দিয়েছে হাই কোর্ট। এ নিয়ে সালেমের পাল্টা প্রশ্ন, ‘‘হাই কোর্ট আগে নির্দেশ দিয়েছিল ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। তা হলে তদন্তের কী হল? তা হলে কি তদন্তে ঢিলেমি হচ্ছে?’’ পুত্রহত্যার তদন্তে দেরি নিয়ে ক্ষুব্ধ আনিসের বাবা। তাঁর অভিযোগ, ‘‘তদন্তে সময় চাওয়ার নামে রাজ্য সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’’ সালেমের আরও অভিযোগ, ‘‘পুলিশ আমার ছেলেকে খুন করেছে। তাই পুলিশি তদন্তে ঢিলেমি আছে।’’ আনিস হত্যা নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমেছে বাম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। বিচার পেতে সেই আন্দোলনে ছাত্র যুবদের সঙ্গে পথে নামার কথাও জানিয়েছেন সালেম।

Advertisement

আনিস হত্যার তদন্তভার আদালতের নজরদারিতে সিবিআইকে দেওয়ার দাবি ফের এক বার জানিয়েছেন সালেম। এ জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বলেও জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement