weather

Weather In Bengal: আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে ফিরবে শীত

: বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না হলেও কলকাতা শহরের আকাশ ছিল মেঘলা। রাজ্যের অন্যান্য জেলাতেও কম-বেশি একই ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৬:১২
Share:

ফাইল ছবি

বৃহস্পতিবার থেকে আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না হলেও কলকাতা শহরের আকাশ ছিল মেঘলা। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ -সহ মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে আবার আবাহওয়া স্বাভাবিক হতে শুরু করবে। আকাশ পরিষ্কার হবে। ফের ঘুরে দাঁড়াতে পারে শীত। দুই ডিগ্রি থেকে ৪ ডিগ্রি নামবে রাতের তাপমাত্রা।

উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত উধাও হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই রোদের বদলে আকাশ মেঘলা হয়েছে রাজ্য জুড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement