আইকোর মামলায় আরও সক্রিয় সিবিআই গ্রাফিক: সনৎ সিংহ।
আইকোর মামলায় রাজ্যের আরও এক মন্ত্রী মানস ভুঁইয়াকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার বেলা ১২টার পরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে মানসকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, আইকোরের অনুষ্ঠানে দেখা গিয়েছিল মানসকে। শুধুমাত্র আমন্ত্রণ রক্ষার জন্য গিয়েছিলেন, না কি আইকোর কর্তাদের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল সেই বিষয়ে তাঁকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান বলে খবর।
আইকোর মামলায় কয়েক দিন আগে রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে কেন্দ্রীয় সংস্থা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু সিবিআই দফতরে যাননি পার্থ। কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে পার্থ জানিয়েছিলেন, হাজিরা দিতে পারবেন না তিনি। তার পরেই গত সোমবার শিল্প ভবনে যান তদন্তকারী আধিকারিকরা। সেখানে গিয়ে পার্থকে দু’ঘণ্টা জেরা করেন সিবিআই আধিকারিকরা। জেরা শেষে শিল্পমন্ত্রী জানান, তাঁর কাছে যা জানতে চাওয়া হয়েছিল সব জানিয়েছেন তিনি। এখন দেখার সোমবার মানস সিবিআই দফতরে যান কি না।