Anubrata Mandal

Anubrata's Daughter: অনুব্রত-কন্যা সুকন্যাকে বুধবার সকালেই জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই

বৃহস্পতিবার অনুব্রতের গ্রেফতারির পর তাঁর সম্পত্তির নথিপত্র ঘেঁটে তৃণমূল নেতার মেয়ের নামেও বেশ কিছু সম্পত্তির নথিপত্র খুঁজে পায় সিবিআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ২০:৪৩
Share:

সুকন্যার নামে অন্তত ১০টি সম্পত্তির চুক্তিপত্র সিবিআইয়ের হাতে এসেছে বলে সূত্রের খবর। ফাইল চিত্র।

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে বুধবার সকালেই আবার হাজির হতে পারেন সিবিআই গোয়েন্দারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ বার অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডলের মুখোমুখি বসতে পারেন তাঁরা।

Advertisement

গরুপাচার মামলায় গত বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত। তাঁর মেয়ে সুকন্যা এখন রয়েছেন বোলপুরের বাড়িতেই। অনুব্রতের বিভিন্ন নথিপত্র ঘেঁটে সুকন্যার নামে অন্তত ১০টি সম্পত্তির চুক্তিপত্র সিবিআইয়ের হাতে এসেছে। তদন্তকারীদের একাংশের সূত্রে জানা গিয়েছে, সুকন্যার নামে কোম্পানি থাকার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা। সেই সূত্রেই সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে অনুমান।

গরুপাচার মামলায় সুকন্যার সম্পত্তির নথি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জল্পনা চলছিল। মঙ্গলবার সকালে অনুব্রতকেও এ ব্যাপারে প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। এর পরেই গত কয়েক দিন ধরে নানা প্রশ্নে নির্বিকার হয়ে থাকা অনুব্রত আচমকাই মেজাজ হারান বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমের উপরেও সেই রাগের বহিপ্রকাশ দেখা যায়। তবে সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে, বুধবারই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

Advertisement

সূত্রের খবর, সুকন্যার কাছে গোয়েন্দারা জানতে চেয়েছিলেন, তিনি কোথায় সিবিআইয়ের মুখোমুখি হতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। জবাবে সুকন্যা জানিয়েছেন, তিনি বোলপুরেই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। সূত্রের খবর, বুধবার সকালেই অনুব্রতের বোলপুরের নিচুপট্টির বাড়িতে পৌঁছবেন সিবিআইয়ের কয়েক জন গোয়েন্দা। সেখানেই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সূত্র মারফত এ-ও জানা গিয়েছে যে, সুকন্যার কাছে জানতে চাওয়া হবে তাঁর নামে থাকা সম্পত্তির আয়ের উৎস আদতে কী?

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বেশ কয়েক জনের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন সিবিআই গোয়েন্দারা। সুকন্যাকে তাঁর সম্পত্তির উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অনুব্রতের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট সম্পর্কেও বিশদ তথ্য জানতে চাইতে পারে সিবিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement