Feel Good Story

২৫ বছর আগে নিরাপত্তারক্ষীর কাজ করতেন, দিল্লির সেই অভিজাত হোটেলেই অতিথি হয়ে হাজির প্রৌঢ়!

আরিয়ান মিশ্র নামে এক যুবক সমাজমাধ্যমে তাঁর বাবার এই কাহিনি শেয়ার করেছেন। ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত ওই হোটেলে নিরাপত্তারক্ষীর কাজ করেছেন তাঁর বাবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:১১
Share:

(বাঁ দিক থেকে) দিল্লির সেই অভিজাত হোটেলে আরিয়ানের বাবা, মা এবং আরিয়ান। ছবি: সংগৃহীত।

২৫ বছর আগে নিরাপত্তারক্ষীর কাজ করতেন দিল্লির বিলাসবহুল হোটেলে। সেখানে আসা অতিথিদের সেলাম ঠুকে স্বাগত জানাতেন। কখনও হোটেলের অন্দরে ঢোকার সুযোগ হয়নি তাঁর। হোটেলের অন্দরের সাজসজ্জা কেমন তা দেখারও সৌভাগ্য হয়নি। সেখানে খাওয়ার কথা ভাবাটাও তাঁর কাছে অলীক কল্পনার মতো ছিল। পাঁচ বছর ধরে হোটেলের গেটে দাঁড়িয়ে শুধু অভিজাতদের আনাগোনা, দামি দামি গাড়িই দেখে গিয়েছেন। ২৫ বছর পর সেই হোটেলেই অতিথি হয়ে গেলেন সেই নিরাপত্তারক্ষী। নেপথ্যে তাঁর পুত্র।

Advertisement

আরিয়ান মিশ্র নামে এক যুবক সমাজমাধ্যমে তাঁর বাবার এই কাহিনি শেয়ার করেছেন। ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত ওই হোটেলে নিরাপত্তারক্ষীর কাজ করেছেন তাঁর বাবা। কখনও সেই হোটেলে ঢোকার সুযোগ হয়নি তাঁর। বিভিন্ন সংস্থার হয়ে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তাঁর বাবা। চাকরিজীবনের পাঁচ বছর দিল্লির ওই অভিজাত হোটেলে কাজ করেছেন প্রৌঢ়। নিরাপত্তারক্ষীর কাজ করেই সংসার চালিয়েছেন। পুত্রের পড়াশোনার খরচ চালিয়েছেন। এ বার সেই হোটেলেই বাবাকে অতিথি হিসাবে হাজির করিয়ে এক অন্য কাহিনি লিখলেন আরিয়ান।

আরিয়ানের কথায়, ‘‘বাবা ওই অভিজাত হোটেলে কাজ করলেও কখনও অতিথি হিসাবে যাওয়ার সুযোগ হয়নি। তাই তাঁকে সেখানে নিয়ে গিয়েছিলাম। যে হোটেলে নিরাপত্তারক্ষীর কাজ করেছে বাবা, আজ সে সেই হোটেলেরই অতিথি হিসাবে হাজির। বাবা খুব খুশি। মা-ও খুশি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement