ICC ODI Team of the Year

এক দিনের ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা একাদশে নেই কোনও ভারতীয়, আসল কারণ কী?

শুক্রবার এক দিনের ক্রিকেটে বর্ষসেরা একাদশ প্রকাশ্যে এনেছে আইসিসি। তবে এই ক্রিকেটারদের তালিকায় নাম নেই কোনও ভারতীয়ের। কেন এমন হল?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:০৫
Share:

ভারতের এক দিনের ক্রিকেট দল। — ফাইল চিত্র।

শুক্রবার এক দিনের ক্রিকেটে বর্ষসেরা একাদশ প্রকাশ্যে এনেছে আইসিসি। ২০২৪ সালে এক দিনের ক্রিকেটে যাঁরা ভাল খেলেছেন তাঁদের নিয়ে এই একাদশ গড়া হয়েছে। তবে এই ক্রিকেটারদের তালিকায় নাম নেই কোনও ভারতীয়ের। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশের ক্রিকেটারেরাও স্থান পাননি। কেন এমন হল?

Advertisement

আসলে গত বছর মাত্র তিনটি এক দিনের ম্যাচ খেলেছে ভারত। তিনটিই শ্রীলঙ্কার বিরুদ্ধে। একটিতেও জিততে পারেনি তারা। দু’টি ম্যাচ হেরেছে। একটি টাই হয়েছে। স্বাভাবিক ভাবেই ভারতের কোনও ক্রিকেটার বর্ষসেরা একাদশে সুযোগ পাননি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও কম এক দিনের ক্রিকেট খেলেছে। তাই তাদের ক্রিকেটারদেরও সুযোগ হয়নি।

বর্ষসেরা একাদশে শ্রীলঙ্কার চার জন ক্রিকেটার রয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তান থেকে রয়েছেন তিন জন করে। এক জন ওয়েস্ট ইন্ডিজ়ের। বর্ষসেরা দলের অধিনায়ক শ্রীলঙ্কার চরিত আসালঙ্ক। তিনি ১৬টি ম্যাচে ৬০৫ রান করেছেন। গড় ৫০.২। একটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে। গত বছর ১৮টি এক দিনের ম্যাচ খেলেছে তারা। বাকি সব দেশের চেয়ে বেশি। ১২টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা।

Advertisement

পাকিস্তান ন’টি এক দিনের ম্যাচ খেলে সাতটি জিতেছে। আফগানিস্তান ১৪টি খেলে আটটি জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ়ের একমাত্র ক্রিকেটার শেরফানে রাদারফোর্ড। এশিয়ার বাইরে তিনিই একমাত্র ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছেন।

পুরো দল: চরিত আসালঙ্ক (অধিনায়ক), সাইম আয়ুব, রহমানুল্লাহ গুরবাজ়, পাথুম নিসঙ্ক, কুশল মেন্ডিস, শেরফানে রাদারফোর্ড, আজমাতুল্লাহ ওমরজ়াই, ওয়ানিন্দু হাসরঙ্গ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং আল্লা গজনফর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement