ছবি: সংগৃহীত।
সারদা কেলেঙ্কারিতে অর্থলগ্নি সংস্থার অফিস থেকে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল (সিট) সব নথিপত্র বাজেয়াপ্ত করেছিল বলে সিবিআইকে চিঠি দিয়ে জানালেন অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা।
সিবিআই সূত্রের দাবি, ২০১৭ সালে রাঁচীতে দায়ের করা একটি নতুন মামলার যোগসূত্রে তদন্তকারী অফিসার সুশীলকুমার গুপ্ত জেলবন্দি দেবযানীকে গত ২১ জুলাই একটি নোটিস পাঠান। তার জবাব দিয়েছেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। তিনি ওই চিঠিতে সিবিআইকে জানিয়েছেন, গ্রেফতারের পর সুদীপ্ত ও দেবযানীকে নিয়ে সারদা বিভিন্ন অফিস থেকে রাজ্য সরকারের সিট-র তদন্তকারী অফিসাররা সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিলেন। তবে তিনি এ-ও লিখেছেন, ওই নথি সিবিআইকে হস্তান্তর করা হয়েছিল বলে তিনি ‘শুনেছেন’। যদিও সিবিআই সূত্রের দাবি, বহু নথি তাদের কাছে পৌঁছয়নি।
শর্বরী মুখোপাধ্যায় জবাবি চিঠিতে সিবিআইকে জানিয়েছেন, তাঁর মেয়ে সারদা মামলায় জেলবন্দি। তাঁর মেয়ে ও তাঁর কাছে সারদা সংক্রান্ত কোনও তথ্যই নেই। গ্রেফতারের পর সুদীপ্ত ও দেবযানীকে নিয়ে সারদার বিভিন্ন অফিস থেকে রাজ্য সরকারের সিট-র তদন্তকারী অফিসারেরা সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিল। তিনি বলেন, ‘‘যা সত্যি ঘটনা তা লিখিত ভাবে সিবিআইকে জানিয়েছি।’’
রাঁচীর তদন্তকারীরা জানান, চিঠি পাওয়ার পর কলকাতার সারদা মামলার তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কলকাতার তদন্তকারীরা জানিয়েছেন, সিটের তরফে সারদা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি এখনও তাঁদের কাছে পৌঁছয়নি।
আইনজীবীদের একাংশের কথায়, ওই সময় রাজ্য সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলে সিবিআই। রাজীবের আইনজীবী গোপাল হালদার বলেন, ‘‘রাজীব কুমার এখন আগাম জামিনে রয়েছেন। বিষয়টি বিচারাধীন। তবে আমি যত দূর জানি, সিটের তরফে সারদা সমস্ত নথিই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।’’