sandeshkhali

সন্দেশখালিতে ব্যানার, ফের গেল সিবিআই

জেলা প্রশাসন সূত্রে খবর, হাই কোর্টের নির্দেশ মেনে সন্দেশখালির দু’টি ব্লক এলাকা জুড়ে বিভিন্ন জনবহুল জায়গায় এই ব্যানার ঝোলানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সন্দেশখালি শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ০৬:৪৫
Share:

—প্রতীকী ছবি।

কোথায় অভিযোগ দায়ের হবে, তা জানানোয় ঢিলেমি হচ্ছে বলে বৃহস্পতিবার ক্ষুব্ধ হয়েছিল আদালত। এক দিনের মধ্যে সন্দেশখালি জুড়ে ব্যানার লাগানো শুরু করল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এই ব্যানারে লেখা থাকছে, সিবিআইয়ের কাছে অভিযোগ জানানোর পদ্ধতি কী। সন্দেশখালি ১ ব্লকের বয়ারমারি ১ ও ২, সরবেড়িয়া আগারহাটি, হাটগাছি পঞ্চায়েত এলাকায় ও সন্দেশখালি ২ ব্লকের সন্দেশখালি পঞ্চায়েত এলাকায় এই ব্যানার লাগানো হল।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে খবর, হাই কোর্টের নির্দেশ মেনে সন্দেশখালির দু’টি ব্লক এলাকা জুড়ে বিভিন্ন জনবহুল জায়গায় এই ব্যানার ঝোলানো হবে। গত ১০ এপ্রিল হাই কোর্ট নির্দেশ দেয়, সন্দেশখালির নারী নির্যাতন ও জমি সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই। অভিযোগ জানাতে অনলাইন পোর্টাল খুলতে বলা হয়। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সন্দেশখালির নিগৃহীতেরা কী ভাবে সিবিআইয়ের কাছে অভিযোগ জানাবেন, তা সন্দেশখালি জুড়ে প্রচার করতে হবে রাজ্য সরকারকে।

এ দিনই সকাল দশটা নাগাদ ন্যাজাট থানার রাজবাড়ি ফাঁড়ি এলাকায় পৌঁছয় সিবিআইয়ের
তিনটি দল। বেশ কয়েক জন অভিযোগকারীর বাড়ি গিয়ে জমি-জায়গা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ শোনেন তাঁরা। এক জন মহিলা আধিকারিক-সহ চার জনের একটি দল বেড়মজুর-২ পঞ্চায়েতের বাসিন্দা অর্চনা ভুঁইয়ার বাড়িতে গিয়ে অভিযোগ শোনে ও নথি সংগ্রহ করে। অর্চনা বলেন, ‘‘এ দিন তদন্তকারীরা বেশ কিছু বিষয়ে জানতে চান। সব বিশদে জানিয়েছি, তথ্যও তুলে দিয়েছি ওঁদের হাতে।’’

Advertisement

এরই মধ্যে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের এক ‘আত্মীয়’ শুক্রবার তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের জেলা নেতৃত্ব দাবি করেছেন। এ দিন সন্দেশখালি থানার রামপুরে তৃণমূলের কর্মিসভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু-সহ অন্য তৃণমূল নেতারা। এই সভায় মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দেন বিকাশ পাত্র নামে এক ব্যক্তি। বিকাশের বাড়ি সন্দেশখালি থানার কলোনি পাড়ায় রেখার বাড়ির কাছে। তবে বিকাশ বা রেখা কারও প্রতিক্রিয়া মেলেনি এ দিন। বসিরহাট লোকসভার বিজেপির আহ্বায়ক বিকাশ সিংহ বলেন, ‘‘তৃণমূল কাউকে ভয় দেখিয়ে যোগদানের নাটক করলেও ভোট সবাই বিজেপিকেই দেবে। বিকাশ পাত্র রেখার কেমন আত্মীয়, জানা নেই।’’

সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন, ‘‘প্রার্থী হিসাবে রেখা পাত্রকে মানতে না পেরে ওঁর আত্মীয় বিকাশ আমাদের দলে এসেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement