রামনবমী নিয়ে কলকাতা হাই কোর্টে নতুন মামলা করার অনুমতি চেয়েছিল রাজ্য। —ফাইল চিত্র।
রামনবমীর অশান্তি নিয়ে মামলায় কলকাতা হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য। এই সংক্রান্ত মামলায় আগেই এনআইএ তদন্তে সাহায্য করতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই রায়কে এড়িয়ে এনআইএ তদন্তের নির্দেশকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টে গিয়েছিল রাজ্য। সোমবার রাজ্যের এই আচরণেই বিরক্তি প্রকাশ করেছে হাই কোর্ট। তারা জানিয়েছে, রামনবমীর অশান্তি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে তারা কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না। হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘‘আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তার পর শীর্ষ আদালতের নির্দেশ পক্ষে না গেলে নতুন মামলা করছেন। এটা হতে পারে না।’’
রামনবমীর মিছিল ঘিরে রাজ্যের বেশ কিছু এলাকায় যে অশান্তি তৈরি হয়েছিল, তাতে এনআইএ তদন্তের কথা বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যাবতীয় মামলার নথি এনআইএ কে দিতে হবে। সোমবার কলকাতা হাই কোর্ট বলেছে, ‘‘আগে শীর্ষ আদালতের সেই নির্দেশ কার্যকর করুক রাজ্য, তার পরে আপনাদের মামলা শুনব।’’ বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ বাইপাস করে রাজ্য নতুন মামলা করে আগের নির্দেশ কার্যকর করতে দেরি করবে। সেটা মেনে নেব না।’’
রামনবমী ঘিরে অশান্তির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের এনআইএ তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে সোমবার বিচারপতি সেনগুপ্তের এজলাসে মামলার অনুমতি চায় রাজ্য। এ ব্যাপারে ইতিমধ্যেই যে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে এবং শীর্ষ আদালত তার প্রেক্ষিতে একটি নির্দেশও দিয়েছে, সে কথার উল্লেখ ছিল না ওই আর্জিতে। রাজ্য ওই আবেদন করার পর কেন্দ্রের আইনজীবী জানান, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে গত শুক্রবার রাজ্য এই সংক্রান্ত মামলা দায়ের করেছিল। কিন্তু বিষয়টি তাঁর এক্তিয়ারের বাইরে হওয়ায় তিনি ওই মামলা ছেড়ে দেন। রাজ্য এর পর আবার মামলা করে বিচারপতি সেনগুপ্তের এজলাসে। যা শুনে রাজ্যের আচরণে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি।
বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘‘আপনারা টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যাবেন, সেখানে পক্ষে রায় না পেলেও সেখানকার নির্দেশ পালন করবেন না, এটা হতে পারে না। আগে এনআইএ মামলা করেছে, সেই মামলা আগে শুনব, তার পরে রাজ্যের মামলা শুনব। কারণ, রাজ্য কোর্টের নির্দেশ পালন না করে নতুন মামলা করে বিষয়টা আরও ঘোরালো করছে।’’