—প্রতিনিধিত্বমূলক ছবি।
পঞ্চায়েত নির্বাচনের আগে হাওড়ার আমতায় ৫৭টি ‘ঘরছাড়া’ পরিবারকে ঘরে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শাসক দলের সন্ত্রাসে ওই পরিবারগুলি ঘরছাড়া হয়েছিল বলে অভিযোগ বামেদের।
কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে পঞ্চায়েতে ভোট দিতে ফিরছে ‘গ্রামছাড়া’ ওই ৫৭টি পরিবার। বুধবার বিচারপতি সেনগুপ্ত চন্দ্রপুর গ্রামের ওই বাসিন্দাদের ফেরানোর জন্য হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, আমতার ওই ৫৭ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। সে জন্য চন্দ্রপুর গ্রামে পুলিশ পিকেট বসিয়ে রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।
অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর অশান্তির জেরে গ্রাম ছেড়েছিল ৫৭টি সিপিএম সমর্থক পরিবার। পঞ্চায়েত ভোট দিতে গ্রামে ফিরলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এই অভিযোগ তুলে ঘরে ফেরার জন্য নিরাপত্তার আবেদন জানিয়ে মামলা করেছিলেন তাঁরা। সেই মামলাতেই বুধবার ওই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।