Illegal Construction

পশ্চিমবঙ্গে বহুতল ভেঙে পড়া এখন ‘সাধারণ’ ঘটনা, বাঘাযতীনকাণ্ডের আবহে ভর্ৎসনা হাই কোর্টের

বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় পুরসভা এবং পঞ্চায়েতের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। প্রতি ক্ষেত্রে নির্মাণে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে বলে আদালত মন্তব্য করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:১৮
Share:

বাঘাযতীনে বহুতল হেলে পড়া নিয়ে চর্চার মাঝেই অসন্তোষ প্রকাশ কলকাতা হাই কোর্টের। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পশ্চিমবঙ্গে বহুতল ভেঙে পড়ার ঘটনা এখন ‘সাধারণ’ হয়ে গিয়েছে। বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমনটাই মন্তব্য করল কলকাতা হাই কোর্ট। প্রশাসনের ভূমিকা নিয়েও আদালত অসন্তোষ প্রকাশ করেছে। ভর্ৎসনা করা হয়েছে পুরসভা এবং পঞ্চায়েতকে। আদালত জানিয়েছে, সব স্তরের নির্মাণে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে। সেই কারণেই আকছার বহুতল ভেঙে পড়ার মতো ঘটনা ঘটছে। বাঘাযতীনে মঙ্গলবার চারতলা ফ্ল্যাটবাড়ি ভেঙে পড়া নিয়ে চর্চার মাঝে আদালতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তবে আদালত নির্দিষ্ট বাঘাযতীনকাণ্ডের কথা উল্লেখ করেনি।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার একটি বেআইনি নির্মাণ নিয়ে হাই কোর্টে মামলা হয়েছিল। বেআইনি ভাবে একটি লাইব্রেরি নির্মাণের অভিযোগ রয়েছে সেখানে। বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সেখানেই পুরসভা এবং পঞ্চায়েতের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। প্রধান বিচারপতি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বহুতল ভেঙে পড়া এখন খুবই সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। আজকেও (বুধবার) শিরোনাম দেখলাম একটি বহুতল ভেঙে পড়ছে। নজরদারির অভাব রয়েছে।’’

জলাশয় বুজিয়ে একের পর এক নির্মাণের অভিযোগ প্রসঙ্গে আদালত অসন্তোষ প্রকাশ করে। প্রশাসনের উদ্দেশে ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘‘নির্মাণের উপর নজরদারি কোথায়? বেআইনি ভাবে জলাশয় বন্ধ করে তার উপর নির্মাণ করা হচ্ছে। তার পরেও প্রশাসন চুপ? এলাকায় কোনও নির্মাণ হলে পুরসভা এবং পঞ্চায়েতের তো তা পরিদর্শন করা উচিত। কী ভাবে বহুতল গড়ে উঠছে, তা তাদেরই দেখা উচিত।’’

Advertisement

যে কোনও বহুতল নির্মাণের সঠিক পরিকল্পনা (প্ল্যানিং) দরকার বলে জানায় আদালত। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘বিল্ডিং প্ল্যান অনুযায়ী নির্মাণ করা দরকার। বিল্ডিং প্ল্যান না থাকলে পুরো নির্মাণকেই বেআইনি বলে ঘোষণা করতে হবে।’’

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি চারতলা বাড়ির একাংশ ভেঙে যায়। বহুতলটি এক দিকে হেলে পড়ে। ওই সময়ে বহুতলে কোনও বাসিন্দা ছিলেন না। কিন্তু এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, যে কোনও মুহূর্তেই বহুতলটি ভেঙে পড়তে পারে। বুধবার সকাল থেকে সেই বহুতল ভেঙে ফেলার কাজ শুরু করেছেন পুরকর্মীরা। অভিযোগ, নির্দিষ্ট কোনও পরিকল্পনা ছাড়াই বহুতলটি তৈরি করা হয়েছিল। প্রথম থেকেই তার এক দিক ছিল নিচু। মাসখানেক আগে বহুতলটি খালি করে যন্ত্র দিয়ে তা উঁচু করার প্রক্রিয়া শুরু হয়েছিল। তাতেই মঙ্গলবারের বিপত্তি। সেই আবহেই বেআইনি নির্মাণ মামলায় প্রশাসনকে ভর্ৎসনা করল হাই কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement