Calcutta High Court

রাজ্যের সঙ্গে যুদ্ধ করতেও প্রস্তুত, নিম্ন আদালতের পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির

হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১১টা জেলা থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন জমা পড়েছে। সেখানে জানানো হয়েছে, ওই জেলার আদালতে বার অ্যাসোসিয়েশনের জন্য ঘর নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২১:৩৬
Share:
রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতগুলিতে কর্মচারীর অভাব নিয়েও রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।

রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতগুলিতে কর্মচারীর অভাব নিয়েও রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যের নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে ঠিকঠাক টাকা দিচ্ছে না রাজ্য সরকার। এই অভিযোগ জানিয়ে মঙ্গলবার অসন্তোষ প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতগুলিতে কর্মচারীর অভাব নিয়েও রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

Advertisement

হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১১টা জেলা থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন জমা পড়েছে। সেখানে জানানো হয়েছে, ওই জেলার আদালতে বার অ্যাসোসিয়েশনের জন্য ঘর নেই। বিচারকদের বসার জায়গা নেই। প্রধান বিচারপতি জানান, রাজ্যের সঙ্গে এ বিষয়ে যুদ্ধ করতেও তিনি প্রস্তুত। তিনি আর কয়েক মাস প্রধান বিচারপতির পদে থাকবেন। তার মধ্যে রাজ্য যদি পদক্ষেপ না করে, তিনি রাজ্য প্রশাসনের সঙ্গে যুদ্ধ করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন।

এর আগেও নিম্ন আদালতে কর্মীর অভাব, পরিকাঠামো নিয়ে অভিযোগ উঠেছে। মামলার ভার নিয়েও অভিযোগ উঠেছে। এ বার কলকাতার ট্রাম নিয়ে একটি মামলার শুনানিতে এই প্রসঙ্গ উঠেছে। সেখানেই প্রধান বিচারপতি অসন্তোষ প্রকাশ করে এই মন্তব্য করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement