Khela Hobe

রাজনৈতিক স্লোগান এ বার কেকে, ভোটের আগে নজর কাড়ল উত্তরপাড়া

খেলার জগতের তারকারাও নেমে পড়েছেন ভোটের বাজারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হুগলি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৯
Share:

স্লোগান এ বার কেকেও। —নিজস্ব চিত্র

সাম্প্রতিক কালে রাজনৈতিক মঞ্চে সবচেয়ে আলোচিত স্লোগান ‘খেলা হবে’। শাসক, বিরোধী সবার মুখেই শোনা যাচ্ছে এই স্লোগান। বঙ্গে ভোট মানেই উৎসব। আর সেই উৎসবে নতুন নতুন স্লোগান তৈরীর রীতি রয়েছে। এ বারের ভোটে ‘খেলা হবে’ স্লোগানে পারদ চড়ছে ভোট উৎসবের। সেই স্লোগান এ বার কেকেও দেখা গেল।

Advertisement

উত্তরপাড়ার এক কেক বিপনির দোকানে দেখা গেল এমনই। ক্রিকেট মাঠের আদলে তৈরি সবুজ কেক। তাতে পিচ, উইকেট, ব্যাট, বল আর সঙ্গে ‘খেলা হবে’ স্লোগান। রাজনীতির কারবারিরা ‘খেলা হবে’ ভিন্ন অর্থে ব্যবহার করছেন বলে মনে করছেন অনেকে। কেউ কেউ আবার বলছেন ভয়ঙ্কর খেলার কথা। তাই রাজনৈতিক তাপ বাড়ছে ‘খেলা হবে’ স্লোগানে।

খেলার জগতের তারকারাও নেমে পড়েছেন ভোটের বাজারে। রাজনৈতিক দলে নাম লেখাচ্ছেন অনেকেই। অনেকে মনে করছেন মনোজ তিওয়ারি, অশোক দিন্দার মতো খেলোয়াড়রা যখন ভোটের মাঠে থাকবেন, তখন তো খেলা হবেই। দোকান মালিক প্রসেনজিৎ দাস বলেন, “খেলা হবে প্রচণ্ড জনপ্রিয় হয়েছে। তাই কেক তৈরী হয়েছে শুনে অনেকেই আসছেন অর্ডার দিতে। ১ থেকে ৩ পাউন্ড পর্যন্ত আপাতত এই কেক তৈরী করা হচ্ছে।” জন্মদিনের কেক হিসেবেও ‘খেলা হবে’ কেকের চাহিদা রয়েছে বলে জানিয়েছেন প্রসেনজিৎ।

Advertisement

শুধু জন্মদিনের জন্য নয়, রাজনৈতিক দল থেকেও অর্ডার দেওয়া হচ্ছে এই কেকের। ভোট এখনও কিছু দিন দেরি। তার আগেই ‘খেলা হবে’ স্লোগান খেলা জমিয়ে দিয়েছে বলাই যায়। রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠে লিখেছিলেন, “বেলা যায়। তেল মেখে জলে ডুব দিয়ে আসি। তারপর খেলা হবে। একা একা খেলা যায় না।” সেই খেলা হবে এখন বাংলার রাজনীতিতে চর্চিত বিষয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement