লকডাউনের সময়ে শ্রমিকদের প্রাপ্য বেতন দিচ্ছেন না অনেকই। অভিযোগ ইউনিয়নের। প্রতীকী ছবি।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরামর্শ অগ্রাহ্য করে চটকল কর্তৃপক্ষের বড় অংশ লকডাউন চলাকালীন সময়ে শ্রমিকদের প্রাপ্য বেতন দিচ্ছেন না বলে রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে অভিযোগ জানাল বেঙ্গল প্রভিন্সিয়াল চটকল মজদুর ইউনিয়ন (বিপিসিএমইউ)। শ্রমমন্ত্রী মলয় ঘটককে পাঠানো চিঠিতে ইউটিইউসি অনুমোদিত সংগঠন বিপিসিএমএউ-এর সাধারণ সম্পাদক দীপক সাহা লিখেছেন, করোনা ও লকডাউন পরিস্থিতি মোকাবিলায় সরকার বিনামূল্যে রেশনে চাল, গম দেওয়ার ঘোষণা করলেও অনেক শ্রমিক পরিবার এখনও সে সব হাতে পাননি। সব্জি বা জ্বালানি কেনার মতো অর্থও চটকল শ্রমিকদের কাছে নেই। তাই শ্রমিকদের মজুরি যাতে চটকলগুলি মিটিয়ে দেয়, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য শ্রমমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন দীপকবাবু।