ফাইল ছবি।
বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যুর ঘটনায় পথে নামছে বিজেপি। সিবিআই তদন্তের দাবি পরিবারের। সেই দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপির রাজ্যস্তরের নেতারাও। ঘটনার কথা জানতে পেরে কলকাতায় তাঁকে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতা, ২৬ বছরের অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘরে অর্জুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন অর্জুনের বন্ধু ও পরিজনেরা। চিৎপুর থানার পুলিশকে দেহ উদ্ধারে বাধা দেওয়া হয়। এর পরই বাতিল করে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভ্যর্থনা জানানোর বিজেপির কর্মসূচি। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে নেমেই সোজা কাশীপুর যাবেন অমিত। সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। বিজেপির সমস্ত কর্মী সমর্থককে কাশীপুরে অর্জুনের বাড়িতে আসার আবেদন জানিয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে।
এ দিকে ঘটনায় বিজেপির দিকেই পাল্টা আঙুল তুলেছে তৃণমূল। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে একে বিজেপির বিক্ষুব্ধ শিবিরের কাজ বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে।’
সব মিলিয়ে বিজেপির যুব নেতার রহস্যমৃত্যুর প্রেক্ষিতে নতুন করে তেতে উঠছে বঙ্গ রাজনীতি।