প্রতীকী ছবি
বেআইনি অর্থলগ্নি সংস্থা বা ‘চিটফান্ড’ নিয়ে তাঁদের ছুঁৎমার্গ যে কতটা, প্রার্থী বাছাইয়ের নির্দেশিকা জারি করে সেটা বুঝিয়ে দিলেন বিজেপির জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা নেতৃত্ব।
সব ঠিক থাকলে আগামী এপ্রিলেই হয়তো পুরভোট হবে জলপাইগুড়ি, মালবাজার, মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি পুরসভায়। তার আগে দলের প্রার্থী বাছাইয়ে যে শর্তগুলি তুলে ধরলেন এই দুই জেলার বিজেপি নেতৃত্ব, তার অন্যতম ‘চিটফান্ড’ প্রসঙ্গ। টিকিট-প্রার্থীদের হাতে যে ছাপানো ফর্ম তুলে দেওয়া হচ্ছে, তাতে লেখা, কোনও ‘চিটফান্ডে’র সঙ্গে জড়িত থাকলে টিকিট দেবে না বিজেপি। আরও বলা হয়েছে, নারীঘটিত অনৈতিক কাজে যুক্ত থাকলে এবং ফৌজদারি মামলায় জড়িত থাকলেও টিকিট মিলবে না।
বিজেপি সূত্রে খবর, কয়েকটি ভোটে বেআইনি অর্থ লগ্নি সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে। পুরভোটে প্রার্থী দিতে গিয়ে যদি তেমন কাউকে পদ্মশিবির থেকে প্রার্থী করা হয়, তা হলে একই ‘দাগ’ তাঁদের গায়েও লাগবে। তাই এই সিদ্ধান্ত।
তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, কোথাও কোনও অভিযোগ প্রমাণ হয়নি। তাই এমন অভিযোগ তোলা পুরোপুরি অনৈতিক।