২৮ অক্টোবর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন কৃষ্ণ কল্যাণী। ফাইল চিত্র।
রায়গঞ্জের দলত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে এ বার পদক্ষেপ করল বিজেপি। সূত্রের খবর, শুক্রবার বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর বিধায়কপদ খারিজের আবেদন করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পিকারের কাছে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছেন। ঘটনাচক্রে, ওইদিনই ছিল মুকুল রায়ের দলত্যাগ মামলার শুনানি। তারপরেই এই আবেদন করা হয়েছে বলেই বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর।
বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, ‘‘কৃষ্ণবাবু যে দলত্যাগ করেছিলেন তা দিনের আলোর মতো স্পষ্ট। আমরা সমস্ত প্রমাণ দিয়ে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছি। তাঁকে নিয়ে মোট যে পাঁচজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন। তাদের সবার ক্ষেত্রেই এমন আবেদন করা হয়েছে। আমরা স্পিকারের কাছে দ্রুত তাঁদের বিধায়ক পদ খারিজের আশা করছি।’’
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন উত্তর দিনাজপুরের ব্যবসায়ী কৃষ্ণ। রায়গঞ্জ বিধানসভায় প্রার্থীও হন তিনি। শোচনীয় পরাজয়ের মধ্যেও কালিয়াগঞ্জের সঙ্গে রায়গঞ্জে জয় পান কৃষ্ণ। কিন্তু ২৮ অক্টোবর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হোটেলে তাঁকে তৃণমূলে যোগদান করান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যোগদান-পর্বে ছিলেন তৃণমূলে হিন্দিভাষী সেলের সভাপতি তথা জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত। যদিও তার আগেইগত ১ অক্টোবর দলবিরোধী কাজের অভিযোগে কৃষ্ণকে ‘শোকজ’ করেছিল বিজেপি। শোকজের সিদ্ধান্ত জানার পরেই দলত্যাগের কথা ঘোষণাও করেছিলেন তিনি। তারপরেই যোগ দেন তৃণমূলে। সেই ঘটনার প্রায় দু‘মাসের মাথায় তাঁর বিধায়কপদ খারিজের আবেদন করা হল।