লালগড়ের সভায় জে পি নড্ডা। —
লালগড়ের সভা থেকে তৃণমূল এবং রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। কাটমানি, তোলাবাজি, দুর্নীতি বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নিশানা করে নড্ডার তোপ, ‘‘রাজ্যে মা, মাটি, মানুষ— কেউ সুরক্ষিত নয়।’’ শনিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথির সভায় যে মন্তব্য করেছিলেন, তা নিয়েও কটাক্ষ ছুড়েছেন নড্ডা।
মঙ্গলবার লালগড়ের সভাস্থল থেকে নড্ডা ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেন। ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাহুল সিংহ, ভারতী ঘোষের মতো বিজেপি নেতা-নেত্রীরা।
গত ডিসেম্বরে ডায়মন্ড হারবারের সভায় যোগ দিতে যাওয়ার পথে নড্ডার কনভয়ে হামলা হয়। ঘটনাচক্রে মঙ্গলবার নড্ডার সভায় যাওয়ার পথে ঝিটকার জঙ্গলে বিজেপি কর্মীদের বাস লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মঞ্চে উঠে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে নড্ডার দাবি, খুন, মানব পাচার, মহিলাদের উপর অত্যাচারে পশ্চিমবঙ্গ ১ নম্বর। তিনি বলেন, ‘‘১০ বছর আগে শুনেছিলাম, মা, মাটি, মানুষের কথা। কিন্তু মায়ের সম্মান হয়নি, মাটির সুরক্ষা নেই। মানুষের জন্য কাজ হয়নি।’’
শনিবার কাঁথির সভা থেকে শুভেন্দুকে নিশানা করে অভিষেক ‘তুই-তোকারি’ করায় বিতর্ক হয়েছিল। তিনি বলেছিলেন, ‘‘তোর বাপকে গিয়ে বল, তোর বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি...।’’ ডায়মন্ড হারবারের সাংসদের বক্তৃতার সেই প্রসঙ্গ টেনে নড্ডার প্রশ্ন, ‘‘মমতাজি (মমতা বন্দ্যোপাধ্যায়), আপনি আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে। শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে ভাইপো (অভিষেক) যে কথা বলেছেন, সেটা বাংলার সংস্কৃতি? আপনিই বাংলার সংস্কৃতি নষ্ট করছেন।’’
তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ তুলে নড্ডার তোপ, ‘‘আমপানের ত্রাণের টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টাকা তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে। হাইকোর্ট বলেছে সিএজি-কে দিয়ে তদন্ত করতে। কিন্তু মমতাজি সুপ্রিম কোর্টে গিয়েছেন। তার অর্থ উনি দুর্নীতিবাজদের পাশে দাঁড়াচ্ছেন।’’
আয়ূষ্মান ভারত, পিএম কিসান সম্মান নিধি-র মতো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু না করা নিয়ে প্রায় প্রতিটি সভায় তোপ দাগছেন বিজেপি নেতারা। একই অভিযোগ তুলে নড্ডা বলেন, ‘‘মমতাজি শুধু বলেন, হবে না, হবে না, হবে না। কিন্তু মে মাসের পর বিজেপি ক্ষমতায় আসবে। তখন শুধু হবে, হবে, হবে।’’ ক্ষমতায় এলে রাজ্যের ৪ লক্ষ ৬৪ হাজার মানুষের আয়ূষ্মান ভারত কার্ড হবে। ৭৩ লক্ষ কৃষক পাবেন ‘কিসান সম্মান নিধি’র টাকা। শুধু তাই নয় বকেয়া টাকাও পাবেন বলে জানিয়েছেন নড্ডা।