Dilip Ghsoh

Dilip Ghosh- Suvendu Adhikari: শুভেন্দুর সঙ্গে সম্পর্ক কেমন? কোনও দিনই ‘ঘনিষ্ঠতা’ ছিল না, কারণও বললেন দিলীপ

দিলীপের সঙ্গে শুভেন্দু থেকে বাবুল সুপ্রিয়, মুকুল রায় থেকে তথাগত রায় অনেকের বিবাদের কথাই রাজ্য রাজনীতির জানা। তারও জবাব দেন দিলীপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ২০:৩২
Share:

শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে নানা জল্পনা নতুন কিছু নয়। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নানা সময়ে নানা বিষয়ে মতান্তর সামনে এসেছে। অনেকেই এর মধ্যে বিজেপির ‘আদি’ বনাম ‘নব্য’ লড়াই দেখেছেন। দিলীপ রাজ্য সভাপতি থাকার সময়েই বিধায়ক শুভেন্দু বিরোধী দলনেতা হয়েছেন। কিন্তু তার পরেও প্রকাশ্যে এসেছে দু’জনের দুই মেরুতে থাকার কথা। দিলীপকে না জানিয়ে শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে বিতর্ক প্রকাশ্যেও এসে যায়। কিন্তু আসলে দু’জনের সম্পর্ক কেমন? শনিবার আনন্দবাজার অনলাইনের ইউটিউব ও ফেসবুক লাইভ ‘অ-জানাকথা’ অনুষ্ঠানে যোগ দিয়ে তা স্পষ্ট করেই জানালেন দিলীপ। বলেই দিলেন, তাঁদের সম্পর্কের দূরত্ব শুরুর কাহিনি।

Advertisement

শুভেন্দুর সঙ্গে তাঁর সম্পর্ক কি সত্যিই খারাপ? এমন প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘‘শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক কোনও দিনই ঘনিষ্ঠ ছিল না। কারণ, আমি যখন রাজনীতিতে আসি তখন থেকেই একটা হওয়া উঠেছিল যে এই শুভেন্দু বিজেপিতে যোগ দেবে। বিধানসভায় দেখা হয়েছে কিন্তু দূর থেকেই কথা হত। কাছে আসতেন না। যদি কেউ ছবি তুলে নেয়। এটাই স্বাভাবিক ছিল। অর্জুন সিংহের সঙ্গেও তাই।’’ কিন্তু শুভেন্দু বিজেপিতে চলে আসার পরে? দিলীপ বলেন, ‘‘পরে একসঙ্গে দল করেছি। ঘরে বসে একসঙ্গে কী আলোচনা হয়, কী কথা হয় সেটা তো আর লোকে জানতে পারে না। বাইরে অনেক কিছু প্রচারের চেষ্টা হয়।’’

দিলীপের সঙ্গে শুভেন্দু থেকে বাবুল সুপ্রিয়, মুকুল রায় থেকে তথাগত রায় অনেকের বিবাদের কথাই রাজ্য রাজনীতির জানা। এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘একটা সময়ে আমার সঙ্গে রাহুল সিংহের সঙ্গে ঝগড়ার গল্প চলেছে। মুকুল রায়ের সঙ্গে বিবাদের গল্প চলেছে। এর পরে শুভেন্দুর সঙ্গে আমার ঝগড়া। এখন আমি পিকচারে নেই। জানি না কার সঙ্গে কার ঝগড়া হবে।’’ একই সঙ্গে দিলীপের সংযোজন, ‘‘আমি সোজসাপ্টা কথা বলি, তাই অনেকে সেটাকে ঝগড়া ভাবে। আর আমার নামে চালিয়ে দিলেও চলে।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement