Binay Tamang

গোর্খাদের বন্ধু নয় বিজেপি: বিনয়

১১ জনের মৃত্যুর ঘটনা ঘিরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন মোর্চা সভাপতি বিনয় তামাং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০২:০৯
Share:

বিনয় তামাং। —ফাইল চিত্র

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে আন্দোলন চলার সময় ১১ জনের মৃত্যুর ঘটনা ঘিরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন মোর্চা সভাপতি বিনয় তামাং।

Advertisement

বুধবার বিনয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, বিজেপির উচিত দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দিলীপ তাঁর মন্তব্য প্রত্যাহার না করলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিনয়। পাশাপাশি, পাহাড় এবং গোর্খাদের নিয়ে বিজেপি নেতাদের একাংশ কী মনোভাব রাখেন, তা দেখে পাহাড়বাসীকে সচেতন হতে বলেছেন তিনি।

বিনয়ের দাবি, ‘‘২০১৭ সালে বিমল গুরুংয়ের নেতৃত্বে পাহাড়ে আন্দোলন শুরু হয়। গুলি খেয়ে ১১ জন মারা যান। তাঁদের আমার ভুলতে পারি না। অথচ দিলীপবাবু বলেছেন, আন্দোলনে সমাজবিরোধীরা অংশ নিয়েছিলেন। সরকারি সম্পত্তি তারা নষ্ট করছিল। পুলিশ সঠিক কাজ করেছিল। এই ধরনের সমাজবিরোধীদের কুকুরের মত গুলি করে মারা উচিত।’’

Advertisement

মোর্চা নেতাদের দাবি, দিলীপের মন্তব্যে পাহাড় জুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দিলীপের ওই বক্তব্যকে ঘিরে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বলেও মোর্চার দাবি। বিনয় তামাং জানিয়েছেন, এই ধরনের বিজেপি নেতারা গোর্খাদের বিদেশির তকমাও দিয়েছে। এনআরসি বা সিএএ করে অসমের তালিকা থেকে লক্ষাধিক গোর্খাকে তাড়িয়ে দেওয়া চক্রান্ত চলছে। পাশাপাশি বিজেপি গোটা দেশে গোর্খাদের শরণার্থীর তকমা দেওয়ার চেষ্টা করছে বলে বিনয়ের অভিযোগ। তাঁর দাবি, এতেই বোঝা যাচ্ছে বিজেপি কোনওভাবেই গোর্খাদের বন্ধু নয়। নাম না করে জিএনএলএফ এবং বিমল গুরুংপন্থীদের কটাক্ষ করতে ছাড়েননি নয়। তিনি বলেছেন, ‘‘পাহাড়ের বিজেপির বন্ধুরা আছেন। নিবার্চনের সময় সকলকে একসঙ্গে দেখাও যায়। তাঁরাও দেখুন, তাঁদের বন্ধুরা পাহাড়বাসী সম্পর্কে কী মতামত পোষণ করেন।’’

দিলীপ ঘোষের বক্তব্য প্রসঙ্গে পাহাড়ের বিজেপি নেতারা এখনও কোনও মন্তব্য করেননি। তবে দিলীপ ঘোষ এ দিনও বলেছেন, ‘‘আমি বলেছি, রাষ্ট্রের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব রাজ্যের বা রাষ্ট্রের। তা রক্ষা করতে গিয়ে যা করা হয়েছে, সঠিক কাজ হয়েছে। আমি আবারও তাই বলব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement